বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সেমির পথে লিভারপুল

ক্রীড়া ডেস্ক

সেমির পথে লিভারপুল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল লিভারপুল। গত বুধবার গভীর রাতে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে এনফিল্ডে পর্তুগিজ ক্লাব পোর্তোকে ২-০ গোলে হারিয়েছে অলরেডরা। ঘরের মাঠে জয় পাওয়ায় এগিয়ে থাকল সেমির পথে। অ্যাওয়ে ম্যাচে ড্র পেলেই শেষ চার নিশ্চিত হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের।

এদিকে লিভারপুল জিতলেও আরেক ফেবারিট ম্যানচেস্টার সিটি হেরে  গেছে টটেনহ্যামের কাছে। গত বুধবার পেপ গার্ডিওলার দল টটেনহ্যামের মাঠে ১-০ গোলে হেরেছে। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে হোম ম্যাচে অন্তত ২-০ গোলে জিততে হবে ম্যানসিটিকে। ঘরের মাঠে পর্তুগিজ ক্লাব পোর্তোকে পাত্তাই দেয়নি লিভারপুল। দলের অন্যতম তারকা মিসরীয় মোহাম্মদ সালাহ গোল না পেলেও দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন। ম্যাজিক্যাল ফুটবল উপহার দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনোও। ম্যাচের পঞ্চম মিনিটে ফিরমিনোর এসিস্টে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন নাবি কেইতা।

এরপর ২৬ মিনিটে রবার্তো ফিরমিনো গোল করলে পোর্তোর জয়ের আশা অনেকটাই শেষ হয়ে যায়। এরপর ম্যাচে আর গোল না হলেও লিভারপুলের ফুটবলে মুগ্ধ হয়েছেন দর্শকরা। পাঁচবারের চ্যাম্পিয়নরা এবার অন্যতম ফেবারিট হিসেবেই টুর্নামেন্টে খেলে যাচ্ছে। পোর্তোর সামনেও অবশ্য সুযোগ আছে। ঘরের মাঠে কমপক্ষে ৩-০ গোলে জিততে হবে তাদেরকে। ইকার ক্যাসিয়াসরা তা পারবেন কি না বলা কঠিন। এদিকে টটেনহ্যামের মাঠে পেপ গার্ডিওলার সতর্কবাণী খুব একটা কাজে দেয়নি। ম্যানসিটির ফুটবলাররা টটেনহ্যামের কৌশলের কাছে পরাজিত হয়েছেন। হ্যারি কেইন, ডিলে আলি হিয়াঙ মিনরা দুর্দান্ত ফুটবল খেলে দলকে জয় উপহার দেন। অবশ্য গোল পেতে তাদেরকেও অনেকটা সময় অপেক্ষা করতে হয়। ম্যাচের ৭৮ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের এসিস্টে গোল করেন দক্ষিণ কোরিয়ান ফুটবলার সন হিয়াঙ মিন। এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়েন হ্যারি কেইনরা। আগুয়েরো, ডেভিড সিলভা কিংবা স্টারলিংরা জয় উপহার দিতে পারেননি সমর্থকদের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর