Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : মঙ্গলবার, ২১ মে, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২০ মে, ২০১৯ ২৩:০৭

মেসির আরও একটি রেকর্ড

ক্রীড়া ডেস্ক

মেসির আরও একটি রেকর্ড

এর আগেও লিওনেল মেসি টেলমো জারার রেকর্ড ভেঙেছেন। লা লিগায় সর্বোচ্চ গোলের (২৫১) রেকর্ডটা প্রায় ৬০ বছর দখলে রেখেছিলেন টেলমো জারা। লিওনেল মেসি (৪১৯) সেই রেকর্ডটা নিজের করে নিয়েছেন অনেক আগেই। এমনকি রোনালদোও (৩১১) টেলমো জারাকে পিছনে ফেলেছেন। এবার লিওনেল মেসি সাবেক এই অ্যাথলেটিক তারকার পিচিচি ট্রফি জয়ের রেকর্ডে ভাগ বসালেন। চলতি মৌসুমে লা লিগায় ৩৬ গোল করে ষষ্ঠ পিচিচি ট্রফি জিতেছেন আর্জেন্টাইন জাদুকর। ৬৬ বছর আগে ষষ্ঠ পিচিচি ট্রফি জিতে রেকর্ডটা গড়েছিলেন টেলমো জারা। আরও একটা রেকর্ড গড়েছেন মেসি। তালিকার দুইয়ে থাকা সুয়ারেজ ও বেনজেমার (দুজনেই ২১টি করে) চেয়ে ১৫ গোল বেশি করেছেন তিনি। এত বড় ব্যবধানে পিচিচি ট্রফি কেউই জয় করেনি।

 


আপনার মন্তব্য