মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ছুটছে লিভারপুল

ক্রীড়া ডেস্ক

অ্যানফিল্ডে লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে হেসে খেলে ৩-১ গোলে হারিয়ে ১২ ম্যাচে ১১ জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে ক্লপের লিভারপুল। হেরে ২৫ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে পেপ গার্ডিওলার ম্যানসিটি। সমান ২৬ পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে দুই ও তিনে যথাক্রমে লিস্টার সিটি ও চেলসি। লিগের অপরাপর খেলাগুলোতে লিস্টার ১-০ গোলে আর্সেনাল, ম্যনচেস্টার ইউনাইটেড ৩-১ গোলে ব্রাইটন ও ওলভস ২-১ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়েছে।  

অ্যানফিল্ডে লড়াই ছিল প্রিমিয়ার লিগের দুই পরাশক্তি লিভারপুল ও ম্যানসিটির। লড়াই ছিল বিশে^র দুই হেভিওয়েট কোচ জারগেন ক্লপ ও পেপ গার্ডিওলার এবং দুই বিশ^সেরা স্ট্রাইকার মোহাম্মদ সালাহ ও সার্জিও অ্যাগুইয়েরোর। সবগুলো লড়াইয়ে জিতেছে অলরেডসরা। সব মিলিয়ে প্রথম ১২ ম্যাচে পয়েন্টের ব্যবধানের রেকর্ড গড়েছে লিভারপুল। ১৯৩৩-৩৪ মৌসুমে ম্যানচেষ্টার ইউনাইটেড প্রতিপক্ষ থেকে থেকে এগিয়েছিল ৯ পয়েন্টে। লিভারপুল এগিয়ে ৮ পয়েন্ট। একতরফা লড়াইয়ে ১৩ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৬ মিনিটে প্রায় ২৫ মিটার দূর থেকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্যাবিয়ানোর শট ঠেকাতে পারেননি সিটির গোলরক্ষক ব্রাভো। ১৩ মিনিটে ব্যবধান ২-০ করেন লিভারপুলের মিসরীয়ান স্ট্রাইকার সালাহ। গত তিন বছরে সব ধরনের প্রতিযোগিতায় সালাহর এটা ৫১ নম্বর গোল লিভারপুলের জার্সিতে। প্রথমার্ধ শেষ হয় এই দুই গোলেই।  ৫১ মিনিটে হেন্ডারসনের হেডে লিভারপুলের জয় নিশ্চিত করেন দলটির সেনেগালিজ স্ট্রাইকার সাদিও মানে। ২০১৮ সাল থেকে অ্যানফিল্ডে মানের এটা ২২ নম্বর গোল। ৭৮ মিনিটে ব্যবধান ১-৩ করেন সিটির সিলভা।এরপর চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি ম্যানসিটি। শিরোপা প্রত্যাশী ম্যানসিটির বিপক্ষে অসাধারণ জয়ে উচ্ছ্বসিত লিভারপুলের কোচ ক্লপ, ‘অসাধারণ এক ম্যাচ। ম্যানসিটির বিপক্ষে জিততে আপনাকে স্পেশাল কিছু করতে হবে। সেটাই আমরা করেছি।’ হেরে মর্মাহত গার্ডিওলার নজর পরের ম্যাচ চেলসির দিকে, ‘আমরা হেরে গেছি। সব ভুলে এখন আমরা চেলসির ম্যাচের দিকে তাকিয়ে আছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর