রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দর্শককে গালি দিয়ে ক্ষমা চাইলেন স্টোকস

দিন কয়েক আগে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতেছেন বেন স্টোকস। পুরস্কার জিতেই সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডকে টেস্ট জিততে সহায়তা করেন সেঞ্চুরি হাঁকিয়ে। এবার জোহানেসবার্গে সিরিজের তৃতীয় টেস্টে ব্যর্থ হয়েছেন। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার স্টোকস সাজঘরে ফিরেছেন ২ রান করে। সাজঘরে ফেরার পথে দর্শক কটূক্তি করেন। কিন্তু সেটা মেনে নিতে পারেননি ইংলিশ অলরাউন্ডার। দর্শককে পাল্টা উত্তর দেন কঠোরভাবে। আইসিসির শৃঙ্খলা ভঙ্গের জন্য বিশ্বকাপ জেতানো ইংলিশ ক্রিকেটারকে শাস্তির মুখে পড়তে হতে পারে।

শাস্তি পাওয়ার আগেই অবশ্য নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন স্টোকস। দর্শকের কটূক্তির উত্তরে স্টোকস বলেছিলেন, ‘যা বলেছ সেটা মাঠের বাইরে এসে বল।’ অবশ্য একটি গালিও দিয়েছিলেন তিনি। ক্ষমা চেয়ে বলেন, ‘আমি আউট হয়ে ফেরার পথে টিভি পর্দায় যে ভাষা ব্যবহার করেছি, সেটার জন্য ক্ষমা চাইছি। ওভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত হয়নি আমার। আমি যখন মাঠ ছাড়ছিলাম তখন আমাকে বারবার গালি দেওয়া হচ্ছিল।’  জোহানেসবার্গের দর্শকের আচরণ নিয়ে ক্রিকেটাররা বরাবরই বিরক্ত। এর আগেও বহুবার ক্রিকেটাররা কটূক্তির মুখে পড়েছেন।

সর্বশেষ খবর