ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো দারুণ এক রেকর্ড গড়লেন। ইংলিশ প্রিমিয়ার লিগে সপ্তমবারের মতো মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। গত মাসে তিন ম্যাচে ৬ গোল করেছেন এ আর্জেন্টাইন তারকা। এরই ফল পেলেন আগুয়েরো। তিনি পিছনে ফেলেছেন হ্যারি কেইন ও স্টিভেন জেরার্ডকে।
এ দুজন ইংলিশ প্রিমিয়ার লিগে ছয়বার করে মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। অবশ্য আগুয়েরো রেকর্ড গড়লেও ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির শিরোপা জয়ের আশা প্রায় শেষ। ২৫ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিভারপুল। সমান ম্যাচে ২২ পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে আছে ম্যানসিটি।