বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

দুরন্ত জয়ে সবার ওপরে বসুন্ধরা

ক্রীড়া প্রতিবেদক

দুরন্ত জয়ে সবার ওপরে বসুন্ধরা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা চতুর্থ জয় পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জকে ৩-০ গোলে হারিয়েছে অস্কার ব্রুজোনের শিষ্যরা। পেনাল্টি থেকে ১টি গোল করেছেন ব্রাজিলিয়ান ফুটবলার রবসন আজেভেদো। ১টি গোল করেন তৌহিদুল আলম সবুজ। এ ছাড়াও রহমতগঞ্জের কিরণ ১টি আত্মঘাতী গোল করে কিংসের জয়ের ব্যবধান বাড়ান। টানা চার ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষস্থান ধরে রাখল বসুন্ধরা কিংস।

ম্যাচের ২৮তম মিনিটে বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফুটবলার রবসনের লম্বা পাসে বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন আর্জেন্টিনার রাউল অস্কার বেসেরা। রহমতগঞ্জের গোলরক্ষক লিটন বল ক্লিয়ার করতে গিয়ে প্রচ-ভাবে আঘাত করেন রাউলকে। আর্জেন্টাইন ফুটবলার মাটিতে গড়িয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। হলুদ কার্ড দেখান লিটনকে। রাউলকে মাঠেই চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয় তাকে। আহত রাউলের পরিবর্তে মাঠে নামেন সবুজ। পেনাল্টি থেকে ৩৪তম মিনিটে গোল করেন রবসন। প্রথমার্ধ শেষ হওয়ার পূর্বমুহূর্তে বসুন্ধরা কিংসের অব্যাহত আক্রমণের চাপ সামলাতে পারেনি রহমতগঞ্জ। তারা আত্মঘাতী গোল করে এগিয়ে দেয় প্রতিপক্ষকে। ফার্নান্দেজের পাসে বল পেয়ে গোলমুখে ক্রস দেন বসুন্ধরা কিংসের তৌহিদুল আলম সবুজ। রহমতগঞ্জের গোলরক্ষক লিটনের হাত স্পর্শ করে বল ফিরে এলে ডিফেন্ডার কিরণের পায়ে লেগে গোল হয়। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় কিংস।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও আধিপত্য ধরে রাখে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের ৮৬তম মিনিটে রবসনের লম্বা পাসে বল পেয়ে ফার্নান্দেজ ডি-বক্সের ভিতরে ঢুকে পড়েন। কাট ব্যাক করে বল দেন সবুজকে। ১১ নম্বর জার্সিধারী এই ফুটবলার ডান পায়ের জোরালো শটে গোল করেন। ম্যাচে বসুন্ধরা কিংস একচেটিয়া খেললেও গোল করার সুযোগ পেয়েছিল রহমতগঞ্জও। ১২তম মিনিটে সোহেল মিয়া ছোট ডি-বক্সের ভিতর থেকে গোল করার সুযোগ পেয়েও শট নিতে ব্যর্থ হন। ম্যাচের শেষদিকেও গোলের সুযোগ পেয়েছিল রহমতগঞ্জ। তবে ডিফেন্স লাইন এবং গোলরক্ষক আনিসুর রহমান জিকোর নৈপুণ্যে গোলবার অক্ষত রাখে বসুন্ধরা কিংস।

বসুন্ধরা কিংস এর আগে টানা তিন ম্যাচ জয় করেছে লিগে। উত্তর বারিধারাকে ২-০, পুলিশ এফসিকে ২-১ এবং ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে অস্কার ব্রুজোনের শিষ্যরা। টানা চতুর্থ জয়ে লিগের শীর্ষস্থান ধরে রাখল বসুন্ধরা কিংস। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে তারা। ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুইয়ে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আবাহনী লিমিটেড ৯ পয়েন্ট সংগ্রহ করেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তিনে অবস্থান করছে।

সর্বশেষ খবর