শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

৬ রানে ৫ উইকেট নেই

ক্রীড়া প্রতিবেদক

৫ উইকেটে ২৫৩ থেকে হঠাৎ অলআউট ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৬ রানের মধ্যে শেষ তিন উইকেট পড়ে যায় ক্যারিবীয়দের। ১৯৮৩ সালের পর এমন বাজে অবস্থায় আর পড়তে হয়নি ক্যারিবীয়দের।

অথচ গতকাল দিনের প্রথম সেশনে করেছেন অসাধারণ ব্যাটিং। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট খেলেছেন ৭৬ রানের অসাধারণ এক ইনিংস। মিডল অর্ডারে হাফ সেঞ্চুরি করেছেন জার্মেইন ব্লাকউড। তিনি খেলেছেন ৬৮ রানের ইনিংস। এছাড়া সিলভা ৪২ এবং মায়ার্স ৪০ রানের ইনিংস খেলেছেন। কিন্তু শেষ মুহূর্তে ভেঙে পড়াতেই ব্যাকফুটে চলে যায় ক্যারিবীয়রা। এমন পরিস্থিতির পর খুবই হতাশ উইন্ডিজ ক্যাপ্টেন ব্রাথওয়েট। তিনি বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে আমাকে আত্মবিশ্বাস রাখতেই হবে। সেটা অবশ্যই আমার আছে।  তবে ওই ঘটনায় আমি খুবই হতাশ। যদিও এটা খেলারই অংশ।’

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল যেমনই হোক এই টেস্ট দলের ক্রিকেটাররা বেশ অভিজ্ঞ। অধিকাংশ ক্রিকেটারই করোনার মধ্যে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সফর করেছেন। তবে ওই সফরের অভিজ্ঞতা এখানে ততটা কাজে লাগছে বলে মনে করেন ব্রাথওয়েট, ‘আমরা খেলার মধ্যে থাকলেও খেলতে হয়েছে ভিন্ন ভিন্ন কন্ডিশনে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে সিমিং কন্ডিশনে। দুই জায়গার আবহ প্রায় একই। কিন্তু বাংলাদেশে সম্পূর্ণ আলাদা। এখানে স্পিনারদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে।’

গতকাল শেষ বিকালে বোলিংয়ে ক্যারিবীয়রাও দাপট দেখিছে। মাত্র ৩৩ রানেই বাংলাদেশের প্রথম ৩ উইকেটের পতন ঘটায়। তাই বোলারদের ওপর সন্তুষ্ট ক্যারিবীয় দলপতি, ‘অসাধারণ বোলিং করেছেন কর্নওয়াল। খুবই চমৎকার। তবে গ্যাব্রিয়েলও পেস বোলিংয়ে দাপট দেখিয়েছেন। ব্যাটসম্যাদের ঠিক মতো খেলতেই দেননি।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর