শনিবার, ৮ মে, ২০২১ ০০:০০ টা

ক্যারিশম্যাটিক উদ্যোগ কোহলি-আনুশকার

করোনা তহবিলে ২ কোটি রুপি

ক্রীড়া ডেস্ক

ক্যারিশম্যাটিক উদ্যোগ কোহলি-আনুশকার

করোনা সংক্রমণের প্রথম দফায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ভারতের তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। সচেতনামূলকা প্রচারণার পাশাপাশি তারা বড় অঙ্কের আর্থিক সহযোগিতা করেছেন। এবারও আরেকটি ক্যারিশম্যাটিক উদ্যোগ নিয়েছেন এ তারকা দম্পতি। ত্রাণ সংগ্রহের জন্য এক ফান্ড গঠন করেছেন। সেখানে তারা নিজেরাই দিয়েছেন ২ কোটি রুপি। অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তাদের লক্ষ্য অন্তত ৭ কোটি রুপি সংগ্রহ করা।

ভিডিও বার্তায় তারা বলেন, ‘এটা কঠিন সময় ভারতের জন্য। আমরা মহামারীর সঙ্গে যুদ্ধ করছি। প্রিয় দেশ এভাবে ভুগছে, যা দেখাটা আমাদের জন্য খুব কষ্টদায়ক। যারা দিন-রাত আমাদের জন্য লড়াই করছেন তাদের সবার প্রতি রইল কৃতজ্ঞতা। তাদের এ অবদান প্রশংসনীয়।’

কোহলি-আনুশকা বলেন, ‘এখন সবাইকে এগিয়ে আসতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। এখন, আমাদের সাহায্য তাদের প্রয়োজন। তাই আমি এবং আনুশকা কেটোতে (তহবিল সংগ্রহের অনলাইন প্ল্যাটফরম) তহবিল সংগ্রহের একটি উদ্যোগ নিয়েছি। সবাইকে অনুরোধ করছি সহায়তা করার জন্য। ক্ষুদ্র ক্ষুদ্র অবদান বড় পার্থক্য তৈরি করে দিতে পারে।’

সর্বশেষ খবর