বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ০০:০০ টা

র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠলেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। আগামীকাল জিতলে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ দেবে লঙ্কানদের। দ্বীপরাষ্ট্র্রের বিপক্ষে সিরিজ জয়ে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। পিছিয়ে নেই ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানও। ব্যাট হাতে একাই খেলছেন মুশফিকুর রহিম। দেশকে সিরিজ জেতানোর পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্সের ফলও পেয়েছেন তিন ক্রিকেটার। বিশেষ করে স্পিনার মিরাজ তার ক্যারিয়ারের সেরা উপহার পেয়েছেন। আইসিসির সর্বশেষ বোলিং র‌্যাঙ্কিংয়ে ২ নম্বরে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মুস্তাফিজ রয়েছেন ৯ নম্বরে এবং মুশফিকের ব্যাটিং অর্ডার ১৪ ও টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ২৪ নম্বরে। বোলিংয়ে অবশ্য সাকিব আল হাসান ২০০৯ সালে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে শীর্ষে উঠেছিলেন। ২০১০ সালে দুইয়ে উঠেছিলেন আব্দুর রাজ্জাক রাজ। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে সাকিব। ওয়ার্ল্ড সিরিজ কাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩০ রানে ৪টি এবং পরের ম্যাচে ৩০ রানে নেন ৩ উইকেট। ধারাবাহিক পারফরম্যান্সের জন্য স্পিনার মিরাজ এখন ক্যারিয়ার সেরা ৭২৫ পয়েন্ট নিয়ে দ্ইু নম্বরে। দুই ম্যাচে ৩টি করে ৬ উইকেট নিয়ে ৯ নম্বরে রয়েছেন মুস্তাফিজ। র‌্যাঙ্কিং পয়েন্ট তার ৬৫২। ৭৩৭ পয়েন্ট নিয়ে সবার উপরে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।

সর্বশেষ খবর