সোমবার, ৭ জুন, ২০২১ ০০:০০ টা

সরে গেলেন ফেদেরার

সরে গেলেন ফেদেরার

সাড়ে ৩ ঘণ্টার এক ম্যারাথন ম্যাচ জিতলেন চল্লিশ ছুঁই ছুঁই বয়সের সুইস তারকা রজার ফেদেরার। ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে জার্মানির ডমিনিক কোপফারকে ৭-৬ (৭/৫), ৬-৭ (৩/৭), ৭-৬ (৭/৪), ৭-৫ গেমে হারিয়েছেন তিনি। স্কোরলাইনই বলছে, কী পরিমাণে ঘাম ঝরাতে হয়েছে ২০টি গ্র্যান্ডস্লামজয়ী তারকাকে। তবে এত কষ্ট করে ম্যাচটা জিতেও নিজেকে ফ্রেঞ্চ ওপেন থেকে সরিয়ে নিলেন ফেদেরার। ম্যাচের পর রজার ফেদেরার বলেন, ‘এটা আমাকে খুবই তৃপ্তি দিয়েছে যে এখনো আমি সর্বোচ্চ পর্যায়ে একজন অসাধারণ প্লেয়ারের বিরুদ্ধে সাড়ে ৩ ঘণ্টার ম্যাচ খেলতে পারি।’ নিজেকে ফ্রেঞ্চ ওপেন থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে ফেদেরার বলেন, ‘দলের সবার সঙ্গে কথা বলার পরেই ফ্রেঞ্চ ওপেন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। দুটো হাঁটুতে অস্ত্রোপচারের পর প্রায় এক বছর বিশ্রামে ছিলাম। তবে শরীরের কথা ভেবে আমার আরও কয়েক দিন বিশ্রাম নেওয়া উচিত। শরীরের যা অবস্থা, তাতে মনে হচ্ছে খুব দ্রুত কোর্টে ফেরা সম্ভব নয়। পুরো সুস্থ হতে আরও সময় লাগবে। তবুও তিনটি ম্যাচ জিতলাম, এটাই আনন্দের।’ ফেদেরার ফ্রেঞ্চ ওপেনে যাত্রা করেছিলেন ১৯৯৯ সালে। দীর্ঘ চার দশক তিনি এ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে খেলেছেন। ২০০৯ সালে এখানে চ্যাম্পিয়নও হয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর