বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১ ০০:০০ টা

কোহলির অপয়া-১৩

ক্রীড়া ডেস্ক

কোহলির অপয়া-১৩

‘অপয়া-১৩’ -ই কাল হলো ভারতের অধিনায়কের জন্য। প্রথম ইনিংসে ৪৪ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলির দিকেই তাকিয়ে ছিল ভক্তরা। কিন্তু পারলেন না। ১৩ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। কোহলির আউটের পর ভারতের আত্মবিশ্বাসও যেন তলানিতে চলে যায়।

অন্যদিকে কোহলিকে দিয়ে শেষ দিনে ভারতীয় দূর্গে প্রথম আঘাত হানে নিউজিল্যান্ড। আগের দিন ভারতের স্কোর ছিল ৬৪/২। গতকাল সকালই ভারতীয় দলপতিকে আউট করেন জেমিসন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন কোহলিরা। ভারতের ইনিংস গুটিয়ে যায় ১৭০ রানেই।

জয়ের জন্য নিউজিল্যান্ডের টার্গেট মাত্র ১৩৯ রান। হাতে ৫৩ ওভার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেটে ৩৩ রান করেছিল ব্লাক ক্যাপসরা।

ভারতের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন রিশভ পান্থ। কিউই বোলার টিম সাউদি ৪৮ রানে নেন ৪ উইকেট। তিন উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট।

২০১৯ সালের বিশ্বকাপে এই ইংল্যান্ডের মাটিতে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেননি। অবশ্য মহাকাব্যিক সেই ফাইনালে নিউজিল্যান্ড হারেওনি। নির্ধারিত ৫০ ওভারে টাই, সুপার ওভারেও টাই। ইংল্যান্ড শিরোপা জিতে বেশি বাউন্ডারি হাঁকানোর সুবাদে।

বলতে গেলে ভাগ্য বিধাতা যেন কেন উইলিয়ামসনের কাছ থেকে ট্রফিটা ছিনিয়েই নিয়ে গেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সেই আক্ষেপ ঘোচানোর উপলক্ষ এনে দেয় কিউইদের সামনে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর