বুধবার, ৩০ জুন, ২০২১ ০০:০০ টা

‘সুইস’ চাপে লাইনচ্যুত দেশমের ট্রেন

টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে সুইজারল্যান্ড জয়ী

ক্রীড়া প্রতিবেদক

‘সুইস’ চাপে লাইনচ্যুত দেশমের ট্রেন

সোমবার রাতে রুমানিয়ার রাজধানী বুখারেস্টে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে থমকে দিয়েছে সুইজারল্যান্ড। শুধুই কি চমক কিংবা থমকে দেওয়া? রোমাঞ্চমাখানো এক ফুটবল ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন এমবাপ্পে, গ্রিজম্যান, পগবাদের বিদায় করে ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের ফুটবল ইতিহাসের সেরা গল্পটা লিখেছেন শাকিরি, সেফারোভিচ, গ্যাভারেনোভিচরা। শুরু থেকে শেষ পর্যন্ত অবিশ্বাস্য, দুর্দান্ত এবং চোখ ধাঁধানো ফুটবল খেলে প্রথমবারের মতো ইউরোর কোয়ার্টার ফাইনালে নাম লিখেছে সুইজারল্যান্ড। শেষ আটে নাম লিখতে সুইসরা টাইব্রেকারে ৫-৪ গোলে হারায় ফ্রান্সকে। ১২০ মিনিটের ম্যাচটি ড্র ছিল ৩-৩ গোলে। ফলে আসরে প্রথমবারের মতো ম্যাচ গড়ায় টাইব্রেকারে। নতুন ইতিহাস লিখতে সুইজারল্যান্ড ২ জুলাই শুক্রবার মুখোমুখি হবে স্পেনের। লুইস এনরিকের স্পেনও নক আউট পর্বে রূপকথা লিখে ৫-৩ গোলে হারিয়ে বিদায় করে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে।

দুই দলের পেনাল্টি শুট আউটের নায়ক সুইস গোলরক্ষক ইয়ান সম। প্রথম পাঁচ শটের সবগুলো গোল করে সুইজারল্যান্ড। প্রথম চার গোল করে ফ্রান্স। এমবাপ্পের নেওয়া পঞ্চম শটটি ঠেকিয়ে দেন ইয়ান সম। হয়ে যান নায়ক। লিখেন ইতিহাস। ৬৭ বছরের ফুটবল ইতিহাসে এই প্রথম সুইজারল্যান্ড বড় কোনো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল। ১৯৫৪ সালের বিশ্বকাপে সর্বশেষ কোয়ার্টার ফাইনাল খেলেছিল সুইসরা।

সর্বশেষ খবর