শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

আন্দোলনে নামছে হকি ক্লাবগুলো

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট ও ফুটবল। বড় দুই খেলা নিয়মিত হচ্ছে। শুধু দেখা নেই হকির। দীর্ঘ তিন বছর ধরে প্রিমিয়ার লিগের দেখা নেই। ফেডারেশনের কর্মকর্তাদের একটাই বক্তব্য করোনাভাইরাসে খেলা নামানো মুশকিল। এ নিয়ে নাকি তারা আলোচনাও করেছে। কিন্তু অধিকাংশ ক্লাবই জানিয়ে দিয়েছে করোনা পরিবেশে লিগে অংশ নেওয়া সম্ভব নয়। অথচ বড় তিন ক্লাব মোহামেডান, আবাহনী ও মেরিনার্স লিগ খেলতে আগ্রহী। তাদের কথা ফেডারেশনই তো বিষয়টি ঝুলিয়ে রেখেছে। লিগ হবে এমন সিদ্ধান্ত তারা নিতেই পারছে না। ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ বলেন, ‘বাইলজ তৈরি হয়ে গেছে। ঈদের পর লিগ শুরু নিয়ে আলোচনা হবে।’

ক্লাবগুলোর বক্তব্য আলোচনা আর আলোচনা বলেই সময় পার করছে ফেডারেশন। এবার আর সময় দিতে রাজি নই। লিগের জন্য বেশকটি ক্লাব আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। করোনাভাইরাসে স্বাস্থ্যবিধি মেনে যদি ফুটবল ও ক্রিকেট লিগ হতে পারে তাহলে হকি হবে না কেন? যোগ্য কর্মকর্তারা দায়িত্বে না থাকায় হকির এ হ-য-ব-র-ল অবস্থা।

২০১৮ সালে প্রিমিয়ার লিগ হওয়ার পর হকি সংকটাপন্ন অবস্থা। খেলোয়াড়রা বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন। এসব দেখেও ক্রীড়া প্রতিমন্ত্রী নীরব কেন।

সর্বশেষ খবর