বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

টি-২০ বিশ্বকাপের আগে বিসিবির নতুন কমিটি

ক্রীড়া প্রতিবেদক

২৬ আগস্ট বার্ষিক সাধারণ সভায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ১ সেপ্টেম্বর বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে। গতকাল বিসিবির সভাও হয়েছে। কিন্তু দিনের সব ফোকাস ছিল তামিম ইকবালের টি-২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর উপর। তারপরও গতকালের সভায় বিসিবির পরবর্তী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে টি-২০ বিশ্বকাপ স্কোয়াড এবং সাদা ও লাল পোশাকের ক্রিকেটারদের চুক্তি নিয়ে। সভা শেষে মিডিয়ার মুখোমুখিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, টি-২০ বিশ্বকাপের আগে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে টি-২০ বিশ্বকাপ শুরু ১৭ অক্টোবর এবং শেষ ১৪ নভেম্বর। বিশ্বকাপের আগেই নতুন কমিটির হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। নির্বাচন প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘যত দ্রুত সম্ভব নির্বাচন হবে। আমরা চাচ্ছি অক্টোবরে। বিশ্বকাপ সামনে, তার আগেই নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে চাই।’ বিসিবি সভাপতি দায়িত্ব পালন করছেন ২০১২ সালের অক্টোবরে। ২০১৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপর পুনরায় সভাপতি নির্বাচিত হন ২০১৭ সালে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে চলতি সেপ্টেম্বরে।

 বিসিবির নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।

সর্বশেষ খবর