বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বাদল রায়ের নামে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রেসবক্স

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার চলছে। পুরো স্টেডিয়াম নতুনভাবে সাজানো হচ্ছে। সংস্কার কাজ শেষ হলে নতুন যে প্রেসবক্স হবে তার নামকরণ করা হবে বাদল রায় মিডিয়া বক্স। আন্তর্জাতিক পর্যায়ে যে সুযোগ-সুবিধা আছে সেই  মানের মিডিয়া বক্স তৈরি করা হচ্ছে। গতকাল সাত ক্রীড়াবিদকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। সেখানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, প্রয়াত বাদল রায় শুধু কিংবদন্তি ফুটবলার ছিলেন না, ছিলেন ক্রীড়াঙ্গনের নিবেদিত প্রাণ। দেশের ক্রীড়া উন্নয়নে তাঁর ভূমিকা ভোলবার নয়। তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মিডিয়া বক্সের নামকরণ করা হবে। জাতীয় ক্রীড়া পরিষদ চূড়ান্তভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এই স্টেডিয়ামের কোথায় কী নামকরণ করা যায়, তা নিয়ে আমরা কয়েকজনের মতামত নিয়েছি। সেখানে অনেকেই বলেছেন, বাদল রায়ের পরিচিতি এসেছে বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে। এক্ষেত্রে তাঁর নামে মিডিয়া বক্সের নামকরণ করা দরকার। অর্থাৎ আমরা তা করেছি মতামত নিয়েই। শুধু বাদল রায় নয়, ক্রীড়াঙ্গনে যিনিই অবদান রেখেছেন তাদের স্মৃতি ধরে রাখবে ক্রীড়া পরিষদ।

সর্বশেষ খবর