মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

নেইমার ও ইকার্দি জেতালেন পিএসজিকে

ক্রীড়া ডেস্ক

নেইমার ও ইকার্দি জেতালেন পিএসজিকে

২০ বছরের নিত্যকার সঙ্গী হয়ে ওঠা বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান মেসি। চমকে ওঠে গোটা ফুটবল বিশ্ব। মেসির যোগদানে সব আলো কেড়ে নেয় পিএসজি। দলটিতে মেসির আগেই তারকা ফুটবলার ছিলেন ব্রাজিলের নেইমার, আরেক আর্জেন্টাইন অ্যাঙ্গেল ডি মারিয়া ও বিশ্বকাপজয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। এসব তারকার সঙ্গে মেসির দলভুক্তিতে দুর্দান্ত ফুটবল খেলছে পিএসজি। পরশু রাতে ঘরের মাঠে খেলতে নামেন মেসি। দুরন্ত ফুটবল খেলে গোলের সুযোগও তৈরি করেন। কিন্তু আরাধ্য গোলের দেখা পাননি। তবে তার উপস্থিতিতে দারুণ ফুটবল খেলেছেন পচেত্তিনোর শিষ্যরা। মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ী আক্রমণে বেসামাল হয়ে পড়ে লিও। এর মধ্যেই খেলার বিপরীতে এগিয়ে যায় সফরকারীরা। তবে প্রথম সুযোগ পায় পিএসজি। ৬ মিনিটে প্রথম সুযোগ তৈরি করে পিএসজি মেসির কারণে। ২৩ মিনিটে স্বাগতিকদের বাঁচান ইউরোজয়ী ইতালিয়ান গোলরক্ষক দোন্নারুমা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য। দ্বিতীয়ার্ধে গোল হয় তিনটি। ৫৪ মিনিটে খেলার বিপরীতে এগিয়ে যায় লিঁও। পাল্টা আক্রমণে টোকো একাম্বির কাছ থেকে বল পেয়ে আড়াআড়ি শটে ব্যবধান ১-০ করেন লুকাস পাকেতা। চলতি আসরে পাকেতার এটা তৃতীয় গোল। ৬৬ মিনিটে সমতা আনেন নেইমার। পেনাল্টিতে ১-১ করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ৭৪তম মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়েও গোল করতে পারেননি মেসি। পরের মিনিটে কোচ পচেত্তিনো মেসিকে মাঠ থেকে তুলে নেন। ৮২ মিনিটে বদলি হিসেবে নামেন মাওরো ইকার্দি। কোচের আস্থার প্রতিদান দেন ইকার্দি। ৯৪ মিনিটে এমবাপ্পের দারুণ ক্রসে হেডে জয়সূচক গোল করে পিএসজিকে টানা ষষ্ঠ জয় উপহার দেন।

সর্বশেষ খবর