বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সবুজ উইকেটে ‘অদ্ভুত’ একাদশ!

সবুজ উইকেটে ‘অদ্ভুত’ একাদশ!

ম্যাচ শেষে বিজয়ী দক্ষিণ আফ্রিকার ব্যাটার মিলারকে অভিনন্দন জানাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা -বিসিবি

শেখ জায়েদ স্টেডিয়ামের উইকেট দূর থেকে দেখেই বোঝা যাচ্ছিল উপরে সবুজ ঘাসের আস্তরণ! এটি যে পেসারদের স্বর্গ তা সহজেই বোঝা যাচ্ছিল। কিন্তু উইকেট বুঝতে পারল না কেবল দলের সঙ্গে থাকা অভিজ্ঞ টিম ম্যানেজমেন্ট। সে কারণে পেসারদের আদর্শ উইকেটে একাদশ সাজানো হলো দুই পেসারকে দলের বাইরে রেখে।

এমন একটি উইকেটে বড় চমক হচ্ছে, একাদশে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের অনুপস্থিতি। সুযোগ দেওয়া যেত রুবেল হোসেনকেও। আবুধাবির সবুজ উইকেটে টিম ম্যানেজমেন্টের এই অদ্ভুত চিন্তার কারণে একটা আফসোস থেকেও গেল। অবশ্য বাংলাদেশ দল যে ব্যাটিং করেছে এরপর আর ভক্তদের হা-হুতাশ করার কিছু নেই। উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতায় নেমে ৮৪ রানেই অলআউট।

প্রথম ইনিংসের পরই যেন বাংলাদেশের হার অনেকটা নিশ্চিত হয়ে যায়। তারপরও দুই পেসারের ক্যারিশমায় ততটা সহজে জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। ৮৫ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমেই তাদের হারাতে হয় টপ অর্ডারের সেরা চার ব্যাটসম্যানকে।

অসাধারণ বোলিং করেছেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। শুরুতে দুজনই কাঁপিয়ে দিয়েছিলেন প্রোটিয়াদের। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তাসকিন। উইকেট না পেলেও আরেক পেসার শরিফুল ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৫ রান। পেসারের সংখ্যা বেশি থাকলে হয়তো চিত্রটা অন্যরকম হতে পারত বলে মনে করেন তাসকিন।

তবে বাস্তবতাও মেনে নিয়েছেন ম্যাচ শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা এই পেসার। তাসকিন বলেন, ‘দিনশেষে ম্যাচ জিততে না পারলে খারাপ লাগে। দুর্ভাগ্যবশত ভালো সংগ্রহ হয়নি। কিছু ম্যাচ হারাতে আমরা তো ব্যাকফুটে। ব্যাটিং ইউনিটের আত্মবিশ্বাস কম থাকার কারণে হয়তো ভালো হয়নি। যদিও ওরা খুব ভালো বোলিং করেছে। কিন্তু ভালো পুঁজি দাঁড় করাতে না পারায় ম্যাচটা হেরে গিয়েছি।’

বাংলাদেশ দল টানা চার ম্যাচ হেরে গেল। আর মাত্র একটি ম্যাচ বাকি। তবে এই বিশ্বকাপে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি বলে জানালেন তাসকিন, ‘আমি মনে করি আমরা এখনো আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। যেমন পারফর্ম করছি, তার চেয়েও আমরা ভালো দল। কিছু সহজ জয় আমরা হাতছাড়া করেছি যা জেতা উচিত ছিল।’

শারজাহতে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বোলারদের ভুলের কারণে হেরেছে বাংলাদেশ। একই ভেন্যু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাটসম্যানদের ভুলে যেন ‘নিশ্চিত’ জয়টি হাতছাড়া হয়ে যায়। এরপর যেন মানসিকভাবেই ভেঙে পড়েছেন ক্রিকেটাররা। তাসকিন বলেন, ‘দলের ফলাফল ভালো না হলে সবকিছুই অনেক কঠিন। খুবই স্বাভাবিক, ভালো না খেললে অনেক কথা হয়। সব মিলিয়ে খেলোয়াড়রা চাপে থাকে। কিন্তু সার্বিকভাবে আমরা যে ভালো খেলতে পারিনি এটাই সত্য। আশা করছি ভবিষ্যতে ভালো হবে।’

কাল বাংলাদেশের স্কোরটা ১২০ রান হলেও চিত্র অন্যরকম হতে পারত বলে মনে করেন দলের এই তারকা পেসার। তিনি বলেন, ‘১৪০-১৫০ রান প্রতিটি ম্যাচেই লড়াকু সংগ্রহ হচ্ছে। আজকে (কাল) মনে হচ্ছিল ১২০-১২৫ রান করলে চিত্রটা অন্যরকম হতে পারত। বাকি ম্যাচগুলোর তুলনায় আজকের উইকেট একটু ভিন্ন মনে হয়েছে। বল একটু সিমিং করছিল। দ্বিতীয় ইনিংসেও মুভমেন্ট ছিল। ৮৫ রান করতে ওদের ১৪ ওভার লেগেছে। একটু ভালো ব্যাটিং করলে চিত্রটা অন্যরকম হতে পারত।’

সবুজ উইকেট দেখেও কেন দলে মাত্র দুজন পেসার? এমন দিনেই কেন দলের সেরা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হলো একাদশ থেকে? প্রশ্নগুলোর কোনো উত্তর নেই তাসকিনের কাছে, ‘একাদশ সাজানো তো আমাদের হাতে নেই। দিনশেষে  যে দল দেওয়া হয় তা নিয়েই আমরা খেলার চেষ্টা করি। দল সাজানো পুরোপুরি টিম ম্যানেজমেন্টের হাতে। আমরা আসলে দিনশেষে যারা মাঠে নামি, তারা সবার সেরাটা দেই। এই দল নিয়েই চেষ্টা করি।’

যেখানে নামিবিয়ার মতো দল প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে ম্যাচও জিতেছে। সেখানে বাংলাদেশ কেন একটি ম্যাচেও জিততে পারছে না? তারপরও এই আসরে বাংলাদেশকে সবচেয়ে খারাপ দল বলতে রাজি নন তাসকিন। তিনি বলেন, ‘দুইটা  জেতা ম্যাচ জিততে পারলে অনেক কিছুই মনে হতো না। সহজ দুটা ম্যাচ হারাতে সবকিছু আমাদের বিপক্ষে মনে হচ্ছে। ব্যাটিং ক্লিক করেনি কিছু ম্যাচে, এজন্য অনেক কিছু মনে হচ্ছে। যেটা চলে গেছে ওটা তো  ফেরত আনতে পারব না। সামনে একটা ম্যাচ আছে, যতটা ভালো খেলা যায় চেষ্টা করব।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর