মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সাকিবের ৪০০

ক্রীড়া প্রতিবেদক

সাকিবের ৪০০

আরও একটি ব্যক্তিগত অর্জন পূরণ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক গড়েছেন সাকিব। গতকাল মিরপুর স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে সাজঘরে ফিরিয়ে এই রেকর্ড গড়েন। বিশ্বসেরা অলরাউন্ডার বিপিএল শুরু করেন ৩৯৮ উইকেট নিয়ে। আসরের প্রথম ম্যাচে ১ উইকেট নিয়ে সংখ্যা ৩৯৯ করেন। গতকাল ৪০০ উইকেটের মাইলফলক গড়েন সাকিব। গতকাল ম্যাচে প্রথম ৩ ওভার ছিলেন উইকেটশূন্য। শেষ ওভারের তৃতীয় বলে উইকেট নিয়ে রেকর্ডটি গড়েন।  টি-২০ ক্রিকেটে সাকিবের রান ৫৬১০ রান। ৫৫৫ উইকেট নিয়ে সবার উপরে সাকিবের সতীর্থ ডুয়াইন ব্রাভো। টি-২০ ক্রিকেট সাড়ে ৪০০ উইকেট নেই কারও। দুইয়ে থাকা ইমরান তাহিরের উইকেট ৪৩৫, সুনিল নারাইনের ৪২৫ এবং রশিদ খানের উইকেট ৪২০টি। বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমানের উইকেট ২২৩টি। রুবেল হোসেনের উইকেট ১৬৯টি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর