মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বিশ্বকাপের সেরা একাদশে সালমা

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের সেরা একাদশে সালমা

বিশ্বকাপের ১২ আসরের মধ্যে ৭টিতেই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো ৫০ ওভারের বিশ্বকাপে খেলেছে বাংলাদেশ। জয় ছিল সাকল্যে একটি, পাকিস্তানের বিরুদ্ধে। বিশ্বকাপ শেষে গতকাল আইসিসি আসরের ‘মোস্ট ভ্যালুয়েবল ইলেভেন’ ঘোষণা করেছে। আইসিসির প্রতিনিধিসহ ধারাভাষ্যকার ও সংবাদকর্মীদের মিলিয়ে ৬ জনের একটি প্যানেল বেছে নিয়েছে একাদশ। বাংলাদেশ থেকে একাদশে সুযোগ পেয়েছেন সালমা খাতুন। সালমা বিশ্বকাপের ৭ ম্যাচে উইকেট নিয়েছেন ১০টি। ওভার প্রতি রান খরচ করেছেন ৩.৭৯। একাদশে সর্বোচ্চ ৪ জন অস্ট্রেলিয়ার, ৩ জন দক্ষিণ আফ্রিকার, ইংল্যান্ডের ২জন এবং একজন করে সুযোগ পেয়েছেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের। দলকে নেতৃত্ব দিবেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং। ওপেন করবেন ২ সেঞ্চুরিতে ৫০৯ রান করা অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি ও লরা উলভার্ট, যিনি ৮ ম্যাচে ৫টি হাফসেঞ্চুরিতে ৪৩৩ রান করেছেন।  

বিশ্বকাপের সেরা একাদশ

লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া). মেগ ল্যানিং (অধিনায়ক, অস্ট্রেলিয়া), র‌্যাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), ন্যাট সিভার (ইংল্যান্ড), বেথ মুনি (অস্ট্রেলিয়া), হেইলি ম্যাথিউজ (ওয়েস্ট ইন্ডিজ), মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা) ও সালমা খাতুন (বাংলাদেশ)।

সর্বশেষ খবর