রবিবার, ৮ মে, ২০২২ ০০:০০ টা

চাপ সামলে স্বস্তির জয় কিংসের

ক্রীড়া প্রতিবেদক

চাপ সামলে স্বস্তির জয় কিংসের

সামনেই এএফসি কাপের মিশন বসুন্ধরা কিংসের। প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এশিয়ান লেভেলে প্রতিযোগিতার জন্য প্রস্তুতিতে কোনো কমতি রাখছে না। গতকাল লিগ ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে বার বার পিছিয়ে পড়েও দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে অস্কার ব্রুজোনের দল। মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ৩-২ গোলে জিতেছে বসুন্ধরা কিংস। একইদিনে বসুন্ধরা কিংস অ্যারিনায় শেখ রাসেল ক্রীড়া চক্র ১-০ গোলে হেরেছে সাইফ স্পোর্টিংয়ের কাছে। এছাড়াও সিলেট জেলা স্টেডিয়ামে ২-১ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়েছে আবাহনী লিমিটেড।

কঠিন চাপ সামলে জয় ছিনিয়ে আনল বসুন্ধরা কিংস। গতকাল ম্যাচের ১৬ মিনিটেই পিছিয়ে পড়ে অস্কার ব্রুজোনের দল। মুক্তিযোদ্ধার সুদি আবদাল্লাহ গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধ্বে সমতায় ফিরতে পারেনি কিংস। দ্বিতীয়ার্ধ্বে খেলতে নেমে শুরুতেই দলকে সমতায় ফেরান বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো (৪৮)। লিগে এটা তার ১১ নম্বর গোল। ম্যাচের ৬০তম মিনিটে আবারও পিছিয়ে পড়ে কিংস। এবারেও মুক্তিযোদ্ধার পক্ষে গোল করেন সুদি আবদাল্লাহ। এরপর দুই বদলি নামা ফুটবলারের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। এলিটা কিংসলে ৬৯তম মিনিটে নুহা মারঙের পরিবর্তে মাঠে নেমে ৭২তম মিনিটে গোল করে বসুন্ধরা কিংসকে সমতায় ফেরান (২-২)। এলিটা কিংসলের সঙ্গেই সোহেল রানার পরিবর্তে মাঠে নামেন সুমন রেজা। তিনি গোল করেন ৮০তম মিনিটে। সুমন রেজার এই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দুবার পিছিয়ে পড়া ম্যাচে জয় পেয়ে কঠিন পরীক্ষায় উতরে গেল অস্কারের শিষ্যরা। ১৮ মে শুরু হচ্ছে বসুন্ধরা কিংসের এএফসি কাপ মিশন। কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে ভারতের এ টি কে মোহনবাগান ও গোকোলাম কেরালা এবং মালদ্বীপের ম্যাজিয়ার মুখোমুখি হবেন রবসন রবিনহোরা। এর আগে ১২ মে লিগ ম্যাচে দলটা মুখোমুখি হবে পুলিশ এফসির।

গতকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় শেখ রাসেল ক্রীড়া চক্র নতুন কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর অধীনে প্রথম ম্যাচ হারল। মুক্তিযোদ্ধার কাছে ৩-০ গোলে হারের পর কোচ বদলে নেয় শেখ রাসেল। এর পর থেকে পুলিশ এফসি, রহমতগঞ্জ ও মোহামেডানের সঙ্গে ড্র করে শেখ রাসেল। পরাজিত করে স্বাধীনতা ক্রীড়া সংঘ ও চট্টগ্রাম আবাহনীকে। টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার পর হারল মিন্টুর দল। অবশ্য জয়ের দারুণ সুযোগ ছিল তাদের। দ্বিতীয়ার্ধ্বে হেমন্তের দারুণ একটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের শেষদিকে মান্নাফ রাব্বির শট ফিরে আসে ক্রসবারে লেগে। এছাড়াও বেশ কটি গোলের সুযোগ পায় তারা। অন্যদিকে ম্যাচের ৬১ মিনিটে রিয়াদুল হাসান রাফির গোল জয় উপহার দেয় সাইফ স্পোর্টিংকে।

সিলেট জেলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেড শুরুতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় রহমতগঞ্জের বিপক্ষে। মেহেদি হাসান (১৪) ও জুয়েল রানা (২২) গোল করেন আবাহনীর পক্ষে। ম্যাচের শেষদিকে (৯০+২) মেজবাহ উদ্দিনের গোলে পরাজয়ের ব্যবধান কমায় রহমতগঞ্জ।

প্রিমিয়ার লিগ ফুটবলে বসুন্ধরা কিংস ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচে চার পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আছে আবাহনী লিমিটেড। গতকাল শেখ জামাল পুলিশ এফসির কাছে হারলেও ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে। সাইফ স্পোর্টিং ২৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে। শেখ রাসেল ক্রীড়া চক্র ১৪ পয়েন্ট নিয়ে আট নম্বরেই অবস্থান করছে।

 

সর্বশেষ খবর