বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২ ০০:০০ টা

ইতালিকে গুঁড়িয়ে দিল জার্মানি

ক্রীড়া ডেস্ক

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। অথচ রাশিয়া বিশ্বকাপে খেলেনি। সুযোগ পায়নি কাতার বিশ্বকাপ খেলারও। যদিও ইতালি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। বিশ্বকাপে খেলার সুযোগ না পেয়ে মানচিনির ইতালি ছন্দ হারিয়ে ফেলেছে। হেরেই চলেছে। কিছুদিন আগে ফইনালিশিমায় লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে ০-৫ গোলে হেরেছিল। এবার উয়েফা নেশন্স লিগে হারল চারবারের চ্যাম্পিয়ন জার্মানির কাছে ৫-২ গোলে। একইদিন আরেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডও হেরেছে। ঘরের মাঠ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে হাঙ্গেরির কাছে ৪-০ গোলে হেরেছে হ্যারি কেনের ইংল্যান্ড।

২০১৪ সালের বিশ্বকাপজয়ী জার্মানি ঘরের মাঠে রীতিমতো ছেলেখেলায় মেতেছিল ২০০৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে নিয়ে। বিশ্বকাপের আগে এমন বড় জয়ে দারুণ খুশি জার্মান কোচ হ্যান্স ফ্লিক। জার্মানির পক্ষে গোলগুলো করেন টিমো ভেরনার ২টি এবং একটি করে জসুয়া কিমিখ, ইলকাই গিনদোয়ান ও টমাস মুলার। ৫-০ গোলে পিছিয়ে থাকার পর ইতালির পক্ষে ২টি গোল শোধ করেন ভিলফ্রিদ ইয়োন্তো ও আলেসান্দ্রো বাস্তোনি। এই জয়ে নেশন্স লিগে প্রথমবারের মতো ফাইনালে ওঠার আশা ভালোভাবে টিকে আছে জার্মানির। ৩ নম্বর গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জার্মানি। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে হাঙ্গেরি। ২ পয়েন্ট নিয়ে তলানিতে ইংল্যান্ড।

সর্বশেষ খবর