শুক্রবার, ২৪ জুন, ২০২২ ০০:০০ টা

টাইগারদের বদলে যাওয়ার প্রত্যয়

সেন্ট লুসিয়ায় টেস্ট শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

টাইগারদের বদলে যাওয়ার প্রত্যয়

কেমার রোচ, কাইলি মেয়ার্স, আলঝারি জোশেফদের গতি, সুইং ও বাউন্সের বিপক্ষে তামিম ইকবাল, মাহামুদুল হাসান জয়, নাজমুল শান্ত, মুমিনুল হকদের অসহায়ত্ব ফুটে উঠেছিল অ্যান্টিগায়। সেন্ট লুসিয়ায়ও ক্যারিবীয় পেসাররাই মূল প্রতিপক্ষ সাকিব বাহিনীর। সাফল্য পেতে টেকনিক্যালি সামলাতে হবে প্রতিপক্ষ বোলারদের। অহেতুক স্ট্রোক খেলার মানসিকতায় পরিবর্তন এনে উইকেটে টিকে থাকার চেষ্টা করতে হবে। এমন পরিকল্পনা নিয়ে দুই টেস্ট ম্যাচ সিরিজে সমতা আনার স্বপ্নে আজ সেন্ট লুসিয়ার গ্রস আইলেটের ড্যারেন স্যামি স্টেডিয়ামে নামছে বাংলাদেশ।   

ফিটনেস পরীক্ষায় পাস করতে পারেননি সিমিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ফলে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাওয়া হচ্ছে না তার। শুধু সাইফুদ্দিন নন, ফিটনেস পরীক্ষায় পাস করেননি মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলিও। পিঠের চোটে আজ শুরু সেন্ট লুসিয়া টেস্ট স্কোয়াডে নেই ইয়াসির। শুধু টেস্ট সিরিজে শেষ হয়ে যায়নি মিডল অর্ডার ব্যাটার ইয়াসির, ছিটকে পড়েছেন ওয়ানডে ও টি-২০ সিরিজ থেকেও। তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। তার পরিবর্তে কাকে ওয়েস্ট ইন্ডিজে উড়িয়ে নেওয়া হবে, এখনো সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজমেন্ট। ড্যারেন স্যামি স্টেডিয়ামে আজ শুরু টেস্টে একাধিক পরিবর্তন আসছে সাকিব বাহিনীর একাদশে। রোটেশন পলিসিতে বিশ্রাম পেতে পারেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। ফিরতে পারেন এনামুল হক বিজয়। বিশ্রাম পেতে পারেন ছন্দ হারানো সাবেক অধিনায়ক মুমিনুল হক।

দেশের একমাত্র স্পেশালিস্ট ক্রিকেটার মুমিনুল। ৫৪ টেস্ট ক্যারিয়ারের ১০০ ইনিংসে সেঞ্চুরি করেছেন ১১টি। অথচ সর্বশেষ ৯ ইনিংসে নেই কোনো দুই অংকের রান। ৩.১১ গড়ে রান করেছেন মাত্র ২৮। যাতে শূন্য রয়েছে ৩টি। এমন পরিসংখ্যান বড্ড বেমানান সাবেক অধিনায়কের নামের পাশে। টেস্ট অধিনায়ক সাকিব চাইছেন মুমিনুল যেন নিজ থেকেই বিশ্রামে যান। তাহলে চাপ সামলে পুরনো ছন্দে ফিরে আসবে, ‘যদি মুমিনুল বিশ্রাম চায়, তাহলে নিতেই পারে। আমি মনে করি সে আবার পুরনো ছন্দে ফিরবে।’ টাইগার অধিনায়কের মন্তব্যেই স্পষ্ট সেন্ট লুসিয়ায় একাদশে পরিবর্তন আসছে। এই সুযোগে ফিরছেন এনামুল হক বিজয়। ক্যারিয়ারে মাত্র ৪টি টেস্ট খেলা এনামুল বিজয় ফিরছেন উপরের সারির ব্যর্থতার সুযোগে। এনামুল সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৪ সালে, গ্রস আইলেটেই। ব্যর্থ ছিলেন উভয় ইনিংসে। ৯ ও ০ রান করেছিলেন তখন। এরপর বাদ পড়েন। এবার সুযোগ পান ইয়াসিরের ইনজুরিতে।

উপরের ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ। নতুন বলের গতি, সুইং ও বাউন্স সামলাতে পারছেন না। অ্যান্টিগায় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনের শুরুর ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ফেলে সাকিব বাহিনী। সেই ধাক্কা আর সামলে নিতে পারেনি। পরিসংখ্যান জানাচ্ছে, চলতি বছর প্রথম চার ব্যাটারের গড় ১৮.১৯! উপরের সারির ব্যাটারদের ব্যর্থতায় চলতি বছর ২০০ রানের নিচে আউট হয়েছে মোট ১২ বার। যার দুটি রয়েছে যথাক্রমে ৫৩ ও ৮০ রানে। টাইগার ব্যাটাররা যে সুইংয়ে পুরোপুরি অসহায়, অ্যান্টিগায় টেস্টই তার সর্বশেষ উদাহরণ। ২০ আউটের ১৩টিই ক্যাচ দিয়েছেন উইকেটরক্ষক ও স্লিপে। ব্যাটিংয়ের এমন ব্যর্থতায় চিন্তিত টাইগার অধিনায়ক সাকিব। ৫১ ও ৬৩ রানের ইনিংস খেলা সাকিব স্পষ্ট করেই জানিয়েছেন, দলের ব্যাটারদের টেকনিক্যালি সমস্যা রয়েছে, ‘টেকনিক্যালি অনেক সমস্যা আছে।

সর্বশেষ খবর