শুক্রবার, ২৪ জুন, ২০২২ ০০:০০ টা

কাতার বিশ্বকাপের ১২ লাখ টিকিট শেষ

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপ শুরু ২১ নভেম্বর, শেষ ১৮ ডিসেম্বর। ৩২ দলের বিশ্বকাপে খেলা দেখার জন্য টিকিট বিক্রয় হবে ২০ লাখ। এর মধ্যে ১২ লাখ টিকিট বিক্রয় হয়ে গেছে। এপ্রিলের শেষ পর্যন্ত টিকিট বিক্রয়ের আবেদন পড়েছিল ২ কোটি ৩৫ লাখ। ফিফার হিসাব অনুযায়ী টিকিটের জন্য সবচেয়ে বেশি আবেদন পড়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, মেক্সিকো, কাতার, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র থেকে। কাতার বিশ্বকাপ আয়োজক কমিটির মহাসচিব হাসান আল থাওয়াদি বলেন, ‘প্রায় ১২ লাখ টিকিট বিক্রয় হয়েছে। মানুষ টিকিট ক্রয় করছে।’ ২৮ দিনব্যাপী বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় ধাপের টিকিট বিক্রয়ের ঘোষণা এখনো করেনি কাতার। শুধু টিকিটধারীদের জন্য নয়, বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের জন্য হোটেলের বাইরে বিভিন্ন ভিলা এবং অ্যাপার্টমেন্টে দর্শকদের জন্য ৬৫ হাজার আলাদা কক্ষ তৈরি করা হয়েছে। এছাড়াও দোহা বন্দরে দুটি ক্রুজ জাহাজে ৪ হাজার কক্ষ তৈরি রাখা হয়েছে।।

সর্বশেষ খবর