বুধবার, ৬ জুলাই, ২০২২ ০০:০০ টা

বাস্কেটবলের অস্থায়ী ভেন্যু মিরপুর ইনডোর

ক্রীড়া প্রতিবেদক

দেশ নন্দিত ক্রীড়াবিদ ও সংগঠক শহীদ শেখ কামালের নামে ক্রীড়া কমপ্লেক্সের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। ভেঙে ফেলা হয়েছে ৫০ বছরে পুরানো আবাহনী ক্লাব ভবন ও বাস্কেটবল জিমনেসিয়াম। যা ১৯৯৩ সালে সাফ গেমসের জন্য নির্মিত হয়েছিল। লিগ ও বাস্কেটবলের বড় বড় আসর এখানেই আয়োজন হতো। জিমনেসিয়াম ভাঙাতে বাস্কেট বলের কর্মসূচি কীভাবে চলবে? নাকি এ খেলা বন্ধ থাকবে। এ ব্যাপারে বাস্কেট বল ফেডারেশনের সাধারণ সম্পাদক অভিজ্ঞ সংগঠক এ কে সরকার বলেন, ‘এতদিনের অভ্যাস তাতে তো কিছু সমস্যা হবেই। তবে খেলা থেমে থাকবে না। সব সিডিউল নিয়মিত চলবে।’

নতুন ভেন্যু প্রসঙ্গে তিনি বলেন, ‘আপাতত মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আমরা লিগের আয়োজন করব। জাতীয় ক্রীড়া পরিষদ অনুমতিও দিয়েছে। জাতীয় চ্যাম্পিয়শিপ আমরা ঢাকা ছাড়া বিভিন্ন জেলাতেও করতে পারি। সেপ্টেম্বরে জাতীয় চ্যাম্পিয়নশিপ। আমাদের চিন্তা রয়েছে ঢাকা ও যশোরে আয়োজন করার। যদিও ঢাকার বাইরে উডেন ফ্লোর নেই। তবুও খেলা তো চালিয়ে যেতে হবে।’

সর্বশেষ খবর