মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ভারোত্তোলনে সেরা মাবিয়া ও আশিক

ছেলেদের সেরা আনসার মেয়েদের সেনাবাহিনী

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন আয়োজিত ৩৮তম পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপে সেরা দল হয়েছে বাংলাদেশ আনসার। তারা ৫টি সোনার পদকসহ মোট ৯টি পদক জিতেছেন। সেরা ভারোত্তোলক হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর আশিকুর রহমান তাজ। এছাড়াও ১৫তম নারী জাতীয় চ্যাম্পিয়নশিপে সেরা দল হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা ৬টি সোনার পদকসহ মোট ৯টি পদক জয় করেছেন। মেয়েদের মধ্যে সেরা ভারোত্তোলক হয়েছেন বাংলাদেশ আনসারের মাবিয়া আক্তার সীমান্ত। চার দিনব্যাপী এই চ্যাম্পিয়নশিপ গতকাল শেষ হয়েছে। পুরুষ বিভাগে আশিকুর রহমান তাজ ৫৫ কেজি ওজন শ্রেণিতে তিনটি নতুন রেকর্ড গড়ে সোনার পদক জিতেছেন। তিনি স্ন্যাচে ৯৯ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ১২৬ কেজি ও মোট ২২৫ কেজি ওজন তুলেছেন। মেয়েদের বিভাগের সেরা ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ৬৪ কেজি ওজন শ্রেণিতে একটি রেকর্ডসহ সোনার পদক জিতেছেন। তিনি স্ন্যাচে ৭৫ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ১০২ কেজি এবং মোট ১৭৭ কেজি ওজন তুলে সেরা হয়েছেন।

সর্বশেষ খবর