মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ডিএল মেথডে জিতল ভারত

ক্রীড়া প্রতিবেদক

সকালের খেলায় বৃষ্টি বাধা হয়নি। হতেও পারেনি। ভারত-মালয়েশিয়ার দ্বিতীয় খেলায় বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। সিলেট একাডেমি মাঠে ভারতীয় নারী দলের ব্যাটিংয়ে কোনো সমস্যা হয়নি। মালয়েশিয়া ব্যাটিংয়ে নামলেই বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়। খেলায় গড়ায় কার্টেল ওভারে। ডাক-ওয়ার্থ লুইস (ডিএল) মেথডে ভারত ৩০ রানে জিতে যায়। প্রথম ম্যাচেও ভারত জিতেছিল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪১ রানে হারায় ভারত। টানা দুই ম্যাচ হারল মালয়েশিয়া। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৯ উইকেটে এবং গতকাল ডিএল মেথডে। প্রথমে ব্যাট করে ভারতের সংগ্রহ ছিল ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান। ম্যাচসেরা সাভিনেনি মেঘনা ৬৯ রানের ইনিংস খেলেন ৫৩ বলে ১১ চার ও ১ ছক্কায়। আরেক ওপেনার শেফালী ভার্মা ৪৬ রান করেন ৩৯ বলে ১ চার ও ৩ ছক্কায়। ওপেনিং জুটিতে দুজনে যোগ করেন ১৩.৫ ওভারে ১১৬ রান। রিচা ঘোষের ১৯ বলে ৫ চার ও এক ছক্কায় অপরাজিত ৩৩ রান করেন। ১৮২ রানের টার্গেটে খেলতে নেমে মালয়েশিয়া ৫.২ ওভারে ২ উইকেটে ১৬ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। তখন দলটির টার্গেট ছিল ৪৭ রান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর