শনিবার, ৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

নারী ক্রিকেটে ভারতকে হারাল পাকিস্তান

নারী এশিয়া কাপ

ক্রীড়া প্রতিবেদক

জমে উঠেছে নারী এশিয়া কাপ। কোন চার দল সেমিফাইনাল খেলবে- এ নিয়ে জোর লড়াই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের মধ্যে। ৭ দলের টুর্নামেন্টে অপরাজিত নেই কোনো দল। গতকাল দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে হেসেছে পাকিস্তান। প্রতিবেশী ভারতকে ১৩ রানে হারিয়ে পুনরায় জয়ে ফিরেছে বিসমাহ মারুফ, নিদা ধারের পাকিস্তান। একই দিন চমক দেখানো দল থাইল্যান্ড ১৯ রানে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নারী টি-২০ এশিয়া কাপে। হারলেও ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে হারমানপ্রীত কাউরের ভারত। সমান পয়েন্ট নিয়ে বিসমাহর পাকিস্তান রান রেটে দুইয়ে। থাইল্যান্ডের পয়েন্ট ৪ ম্যাচে ২ জয়ে ৪। সমান ৪ পয়েন্ট করে রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কারও। আজ বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের এবং শ্রীলঙ্কার প্রতিপক্ষ মালয়েশিয়া। ভারত খেলতে নেমেছিল টানা ৩ জয়ের আত্মবিশ্বাস নিয়ে। পাকিস্তান খেলেছিল থাইল্যান্ডের বিপক্ষে হারের তিক্ত স্বাদ নিয়ে। গতকাল খেলতে নেমে বিসমাহ, নিদা, নাসরা সান্ধু, সিদরা আমিনরা আত্মবিশ্বাসী ক্রিকেট খেলে চির প্রতিদ্বন্দ্বীদের অপরাজেয় থাকার রেকর্ড গুঁড়িয়ে দেয়। টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৩৭ রান করে পাকিস্তান। যদিও দুই ওপেনার শক্ত ভিত দিতে পারেননি। অধিনায়ক বিসমাহ ও ম্যাচসেরা নিদা চতুর্থ উইকেট জুটিতে ৯.৪ ওভারে ৭৬ রান যোগ করেন। পাকিস্তান অধিনায়ক ৩২ রান করেন ৩৫ বলে। নিদা ৫৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ৩৫ বলে ৫ চার ও এক ছক্কায়।

ভারতের দিপ্তি শর্মা ৪ ওভারের স্পেলে ২৭ রানের খরচে নেন ৩ উইকেট। টার্গেট ১৩৮ রান। সাদিয়া ইকবাল, নিদা ধার ও নাশরার সাঁড়াশি আক্রমণে ১৯.৪ ওভারে ১২৪ রানে ভারত গুটিয়ে যায়। দলটির পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন রিচা ঘোষ ১৩ বলে ১ চার ও ৩ ছক্কায়। সাব্বিনেনী মেঘনা ১৫, স্মৃতি মান্ধানা ১৭ এবং দায়ালান হেমলতা ২০ রান করেন। বাঁ হাতি স্পিনার নাশরা ৪ ওভারের স্পেলে ৩০ রানের খরচে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট নেন সাদিয়া ও নিদা।

সর্বশেষ খবর