সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মিলার-মারক্রামে ভারতকে হারাল প্রোটিয়ারা

ক্রীড়া ডেস্ক

মিলার-মারক্রামে ভারতকে হারাল প্রোটিয়ারা

আইসিসি টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের দুই নম্বর গ্রুপে উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা। গতকাল পার্থ স্টেডিয়ামে ভারতকে ৫ উইকেটে হারায় প্রোটিয়ারা। এ জয়ে দুই নম্বর গ্রুপে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল দক্ষিণ আফ্রিকা। ৪ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে দুই নম্বরে নেমে গেছে ভারত। ৪ পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকায় বাংলাদেশ আছে তিন নম্বরে।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে পার্থের উইকেটে ব্যাটিং করাটা বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়ে ভারতীয়দের জন্য। রোহিত শর্মা (১৫), কেএল রাহুল (৯), বিরাট কোহলি (১২), দীপক হুদা (০) এবং হার্দিক পান্ডিয়া (২) একে একে সাজঘরে ফেরেন দলের খাতায় ৫০ রান যোগ হওয়ার আগেই। তবে একপাশ আগলে রাখেন সূর্যকুমার যাদব। তিনি ৪০ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৬৮ রানের দারুণ এক ইনিংস খেলেন। এরপর ভারতের কেউ আর দুই অঙ্কের রান সংগ্রহ করতে পারেননি। রোহিত শর্মারা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করেন ১৩৩ রান।

দক্ষিণ আফ্রিকা ১৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ধীর গতিতেই শুরু করে। ২ উইকেট দ্রুত হারানোর পর প্রোটিয়া ইনিংসের হাল ধরেন এইডেন মারক্রাম ও ডেভিড মিলার। দুজন দলের খাতায় যোগ করেন ৭৬ রান। মারক্রাম ৫২ ও মিলার ৫৯ রান করেন। ম্যাচসেরার পুরস্কার পান লুঙ্গি এনগিডি।

সর্বশেষ খবর