রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

স্বপ্ন নিয়ে কাতারে রোনালদো

৩৭ বছর বয়সী রোনালদোর এটাই হয়তো শেষ বিশ্বকাপ। তাই শিরোপা জিততে মরিয়া হয়ে খেলবেন ‘সি আর সেভেন’

ক্রীড়া প্রতিবেদক, কাতার থেকে

স্বপ্ন নিয়ে কাতারে রোনালদো

বিশ্বকাপ কে জিতবেন? লিওনেল মেসি নাকি নেইমার। এ দুজনের নাম প্রায় সমোচ্চারিত হলেও পিছিয়ে নেই ক্রিস্টিয়ানো রোনালদো ভক্তরা। গত দেড় যুগেরও বেশি সময় ধরে দুরন্ত ফুটবল উপহার দিয়েছেন রোনালদো। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মতোই তারও ভক্তের অভাব নেই বিশ্বজুড়ে। কাতারেও পৌঁছে গেছেন এদের অনেকে। এমনকি সাংবাদিকদেরও অনেকে চান রোনালদোর হাতে উঠুক বিশ্বকাপের ট্রফি। ভক্তদের চাওয়া পূরণ করতে পারবেন কী রোনালদো? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুক্রবার গভীর রাতে দোহায় পা রেখেছেন এই পর্তুগিজ তারকা।

পর্তুগাল ঘাঁটি গেড়েছে দোহার আল সামরিয়্যা হেটেলে। তাদের ট্রেনিং সাইট আল সাহানিয়্যা ফ্যাসিলিটিতে। গতকাল প্রথমবারের মতো দোহায় অনুশীলন সেরেছেন রোনালদোরা। দোহায় আসার আগে রোনালদোরা প্রীতি ম্যাচে নাইজেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে এসেছেন। তাছাড়া দলটা দারুণ ফর্মে আছে। ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সেরা এই দল অতীতে ফুটবল বিশ্বকাপে সেমিফাইনালের বেশি এগুতে পারেনি। তবে নিজের শেষ বিশ্বকাপে দারুণ কিছুই করে দেখাতে চাইছেন রোনালদো। গতকাল রোনালদোরা অনুশীলনে ঘাম ঝরিয়েছেন স্থানীয় সময় সন্ধ্যায়। তাদেরকে এক নজর দেখতে সেখানে ছিল মিডিয়াকর্মীদের ভিড়। তবে মিডিয়ার কাছ থেকে বেশ দূরেই রাখা হয়েছে রোনালদোকে। এর কারণও আছে। ৩৮ ছুঁই ছুঁই করছে রোনালদোর বয়স। ক্যারিয়ারের শেষটা দেখছেন তিনি। তবে এর মধ্যেই আলো ছড়াচ্ছেন। প্রায়ই ম্যানইউর জার্সিতে গোল করছেন। সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেন। তারপরও তাকে ঘিরে বিতর্ক পিছু ছাড়ছে না। নানা রকমের মন্তব্য করায় পিছু নিয়েছে মিডিয়া। এসব থেকে রোনালদোকে দূরেই রাখছেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস।

সর্বশেষ খবর