শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ফাইনালে শেখ রাসেলের প্রতিপক্ষ বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

স্বাধীনতা কাপ ফুটবলে দেশের জনপ্রিয় দুই দল শেখ রাসেল ক্রীড়াচক্র ও বসুন্ধরা কিংস ফাইনালে মুখোমুখি হচ্ছে। গতকাল দ্বিতীয় সেমিফাইনালে বসুন্ধরা কিংস ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে। ৫ ডিসেম্বর দুই দল টুর্নামেন্টের ফাইনাল খেলবে। গতকাল গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১০ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় পুলিশ। গোল লাইন থেকে হাত দিয়ে বল আটকালে পেনাল্টির বাঁশি বাজান রেফারি এবং বেজনাম হাবিবিকে লালকার্ড দেখান। অধিনায়ক রবসন রবিনহো স্পট কিক থেকে গোল করে কিংসকে এগিয়ে রাখেন। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান রাকিব হোসেন, রবসনের থ্রু পাস ধরে পুলিশের বক্সে মধ্যে বল নিয়ন্ত্রণ নেন রাকিব। ডান পায়ে প্লেসিং শটে জালে বল পাঠান জাতীয় দলের এ ফরোয়ার্ড। টুর্নামেন্টে এটি তার চতুর্থ গোল।

৭২ মিনিটে ব্যবধান ৩-০ করেন আরেক ব্রাজিলিয়ান ডরিয়েলটন গোমেজ। ৯ গোল করে আসরে তিনি যে সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন তা অনেকটা নিশ্চিত। ইনজুরি টাইমে কিংসের রক্ষণভাগের ভুলে পুলিশের মরিল্লো একটি গোল শোধ করেন। গতবারও পুলিশকে হারিয়ে ফাইনালে উঠেছিল কিংস। পেশাদার ফুটবলে আগমনের পর বসুন্ধরা কিংস ও শেখ রাসেল এই প্রথমবার ফাইনাল খেলছে।

সর্বশেষ খবর