বেন স্টোকস নেতৃত্ব নেওয়ার পর পাল্টে গেছে ইংল্যান্ড। ব্রেন্ডন ম্যাকমিলান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলছে ইংলিশরা। দলটির আক্রমণাত্মক ক্রিকেটের সঙ্গে পেরে উঠছে না অপরাপর দলগুলো। পাকিস্তান সফরে এসে দুরন্ত ক্রিকেট খেলে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক পাকিস্তানকে। জিততে সফরকারী স্টোকস বাহিনীর টার্গেট ছিল ১৬৭। সেই টার্গেট পূরণ করতে তৃতীয় দিনই ২ উইকেটে ১১২ রান তুলে নিয়েছিল ইংল্যান্ড। গতকাল চতুর্থদিন প্রয়োজনীয় ৫৫ রান তুলে নেন বেন ডাকেট ও অধিনায়ক স্টোকস। সময় খরচ করে মাত্র ৩৮ মিনিট। ৮ উইকেটে জিতে নেয় করাচি টেস্ট। ১৯৫৫ সালের পর ঘরের মাঠে এই প্রথম হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। স্টোকস-ম্যাককুলাম জুটি দায়িত্ব নেওয়ার পর ১০ টেস্টে ৯টিতে জিতেছে। অথচ এর আগে ইংল্যান্ড জো রুটের নেতৃত্বে সর্বশেষ ১৭ টেস্টে ১টি জয় পেয়েছিল। অপরিচিত কন্ডিশনে সিরিজ জয়কে ইংলিশ অধিনায়ক স্টোকস বলেন, ‘পারফেক্ট’। প্রথম ইনিংসে ১১১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন হ্যারি ব্রুক। এবারই প্রথম পাকিস্তান সফরে এসেছেন ব্রুক। ৩ টেস্টে ৯৩.৬০ গড়ে রান করেছেন ৪৬৮। সিরিজসেরা হয়েছেন ২৩ বছর বয়সী ব্রুক। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫৭ রান করেন বেন ডাকেট। এই টেস্টে অভিষেক হয় ইংল্যান্ডের ১৮ বছর বয়সী লেগ স্পিনার রেহগান আহমেদের। ২ ইনিংসে উইকেট নিয়েছে ৭টি। প্রথম ইনিংসে নেন ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ২টি। ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সী হিসেবে রেহানের অভিষেক হয়েছে।
শিরোনাম
- আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- লর্ডস ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা
- গ্রেফতার মমতাজ; এতদিন লুকিয়ে ছিলেন কোথায়?
- নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে রাবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ
- বাংলাদেশের কোচ হয়ে যা বললেন টেইট
- ফারিণের এক হাতে ফুল, অন্য হাতে কুড়াল
- কাতারের বিমান উপহার পাওয়া নিয়ে মুখ খুললেন ট্রাম্প
- ফাইনাল নিশ্চিত করল শেফিল্ড; ফিরতি লেগেও দুর্দান্ত হামজা
- শনিবার থেকে আবারও শুরু হচ্ছে আইপিএল
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৩ মে)
- রেস্টুরেন্ট নয়, এ যেন মরণফাঁদ!
- বিদ্যুৎ বিভ্রাটে অচল লন্ডনের পাতাল রেল ব্যবস্থা
- সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
- ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে মহাসমাবেশ
- ময়মনসিংহে ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে তারেক রহমান
- স্বর্ণের দাম আরও কমেছে
- আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব
- মিয়ানমার জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত: রিপোর্ট
- ফেনীতে বৈষম্যবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
- বাগেরহাটে খালের পাড়ে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ