সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, ট্রফি নিয়ে ঘুমিয়ে পড়েছেন লিওনেল মেসি। এই ছবিটা দেখেই বোঝা যায়, ট্রফিটির জন্য কতটা আকাক্সিক্ষত ছিলেন তিনি। তাই ঘুমানোর সময়ও বালিশের পাশেই রেখেছেন প্রিয় ট্রফিটি।
৩৬ বছর অপেক্ষার অবসান হয়েছে ফুটবলপাগল দেশ আর্জেন্টিনার। আর স্বপ্ন পূরণ হয়েছে লিওনেল মেসির। বিশ্বের কিংবদন্তি ফুটবলাররাও এখন তাকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মেনে নিচ্ছেন।