শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

প্রোটিয়াদের পাত্তাই দিল না অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

প্রোটিয়াদের পাত্তাই দিল না অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকাকে পাত্তাই দিল না অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১৮২ রানে জিতেছে অসিরা। টানা দুই টেস্টে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া। ১০০তম ঐতিহাসিক টেস্টে ২০০ রান করায় ম্যাচসেরা ডেভিড ওয়ার্নার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টেও বাজেভাবে হেরে যায় প্রোটিয়ারা। সিডনি টেস্টে এখন আর কোনো আকর্ষণই থাকল না। টানা দুই টেস্টে বিধ্বস্ত হওয়ার পর দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন ডিন এলগার বলেন, ‘এই সময়টা যে আমাদের জন্য কতটা কঠিন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। ভাবতেই পারিনি আমরা এভাবে বিধ্বস্ত হব।’

মেলবোর্নে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৮৯ রানে অলআউট করার পর অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসেও তাদের ব্যাটাররা দাঁড়াতে পারেনি। অলআউট হয়ে যায় ২০৪ রানেই। সর্বোচ্চ ৬৫ রান করেছেন টেম্বা বাভুমা।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে আমাদের বেশ লড়াই হয়। কিন্তু এবার সহজেই জিতে যাই। এজন্য খুবই ভালো লাগছে। আমাদের ব্যাটসম্যান এবং বোলাররা দারুণ করেছেন। তারা দক্ষিণ আফ্রিকাকে ভালো করার সুযোগই দেননি।’

সিরিজের শেষ টেস্টেও অস্ট্রেলিয়া জয়ের জন্য মরিয়া হয়ে খেলবে বলেই জানালেন ক্যাপ্টেন। প্যাট কামিন্স বলেন, ‘সিডনিকে অনেক ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। তারা তো চাইবেই সিরিজে ব্যবধান কমিয়ে ২-১ এ নিয়ে আসতে। কিন্তু আমাদের টার্গেট ৩-০ করা।’

সিডনি টেস্টে অস্ট্রেলিয়া গ্রিন ও স্টার্ককে পাচ্ছে না। দুই তারকাই ইনজুরিতে পড়েছেন। স্টার্কের পরিবর্তে দলে সুযোগ পাচ্ছে পেসার জস হ্যাজলউল। তবে গ্রিনের পরিবর্তে কে সুযোগ পাচ্ছে তা এখনো জানায়নি অস্ট্রেলিয়া।

সর্বশেষ খবর