১৭ বছর পর পাকিস্তান সফর করছে নিউজিল্যান্ড। সফরে দুই টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে। করাচিতে দুই দলের প্রথম টেস্টটি ড্র হয়েছে। গতকাল করাচিতে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম দিনেই তিন অঙ্কের জাদুকরী ইনিংস খেলেছেন বাঁ-হাতি ওপেনার ডেভন কনওয়ে। ১২২ রানের ইনিংসটি তার ১২ টেস্ট ক্যারিয়ারের চার নম্বর সেঞ্চুরি। প্রথম টেস্টে ৯২ রানের ইনিংস খেলেছিলেন তিনি। গত বছরও মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশের বিপক্ষে ১২২ রান করেছিলেন কনওয়ে। তার সেঞ্চুরিতে প্রথম দিনে সফরকারী নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ৩০৯ রান। আরেক ওপেনার টম ল্যাথাম খেলেছেন ৭১ রানের ইনিংস। ৩০ রানে ব্যাট করছেন উইকেটরক্ষক ব্যাটার টম ব্লান্ডেল ও আইএস সোধী ১১ রানে। দুই ওপেনার ল্যাথাম ও কনওয়ে ১৩৪ রান যোগ করেন। ল্যাথাম ব্যক্তিগত ৭১ রানে সাজঘরে ফেরেন ফাস্ট বোলার নাসিম শাহর বলে লেগ বিফোর হয়ে।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ডপ্রথম ইনিংস, ৩০৯/৬, ৯০ ওভার (টম ল্যাথাম ৭১, ডেভন কনওয়ে ১২২, কেন উইলিয়ামসন ৩৬, হেনরি নিকোলস ২৬, ড্যারেন মিচের ৩, টম ব্লান্ডেল ৩০*, মিচের ব্রেসওয়েল ০, আইএস সোধী ১১*। মীর হামজা ১৩-১-৫০-০, নাসিম শাহ ১৬-৬-৪৪-২, হাসান আলি ১৭-২-৫৪-০, আবরার আহমেদ ২৪-৩-১০১-১, আগা সালমান ২০-২-৫৫-৩।)