ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টেস্ট ম্যাচ জয় করেছে একটি। ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দুই দল টেস্টে মোট ১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৯ বারই পরাজিত হয়েছে টাইগাররা। একমাত্র জয়টা এসেছে ২০১৬ সালের অক্টোবরে। মিরপুরের মাঠে ইংল্যান্ডকে সেই ম্যাচে ১০৮ রানে হারায় বাংলাদেশ।