শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

পারিবারিক কারণে ফিরলেন লিটন

ক্রীড়া প্রতিবেদক

পারিবারিক কারণে ফিরলেন লিটন

আইপিএল শেষ হয়নি। এখনো অনেক ম্যাচ বাকি। টুর্নামেন্টের মাঝপথে হঠাৎ দেশে ফিরেছেন লিটন দাস। গতকাল সকালে কলকাতা থেকে দেশে ফিরেছেন জরুরি পারিবারিক কারণে। বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। ‘পরিবারের মেডিকেল ইমার্জেন্সির কারণে আজ (শুক্রবার) সকালে বাংলাদেশে ফিরে গেছেন লিটন দাস। কঠিন সময়ে তার ও তার পরিবারের সঙ্গে সব সময় আমাদের শুভ কামনা থাকবে।’ লিটনের ফিরে আসার কারণ পারিবারিক হলেও কোনো কিছু জানা যায়নি। তিনি ফোনও ধরছেন না। প্রথমবারের মতো আইপিএল খেলছেন লিটন। কলকাতার হয়ে একটি ম্যাচও খেলেছেন তিনি। কিন্তু আলো ছড়াতে পারেননি। ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ৪ বলে ৪ রান করেন। ইংলিশ ক্রিকেটার জেসন রয়ের সঙ্গে ওপেন করতে নেমে প্রথম বলে বাউন্ডারি হাঁকান। দারুণ শুরুর পরও সেই রেশ ধরে রাখতে পারেননি। ফিরে আসেন চতুর্থ বলে। ম্যাচটি হেরে যায় কলকাতা। ম্যাচে দুটি স্ট্যাম্পিং মিস করেন লিটন। যার খেসারত গুনতে হয়েছে কলকাতাকে। ফলে পরের ম্যাচগুলোতে টাইগার উইকেটরক্ষক ব্যাটারের জায়গা হয় সাজঘরে। আইপিএল খেলতে লিটন ভারত যান ৯ এপ্রিল। তার সঙ্গে কলকাতা নাইট রাইডার্সে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু পারিবারিক কারণে সাকিব শেষ মুহূর্তে সরে দাড়ান। বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান খেলছেন দিল্লি ক্যাপিটালসের পক্ষে। দুটি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন মাত্র ১টি। পারফরম্যান্স ভালো নয় বলে সাজঘরে বসে কাটাচ্ছেন কাটার মাস্টার। লিটন এখন ৩০ এপ্রিল বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে ইংল্যান্ড উড়ে যাবেন আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে।          

সর্বশেষ খবর