ইতালিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন রাশিয়ার ড্যানিল মেদভেদেভ। ফাইনালে তিনি ডেনমার্কের হোলগার রিউনকে ৭-৫, ৭-৫ গেমে হারিয়েছেন। চলতি বছর ষষ্ঠ ফাইনাল খেলে পঞ্চম ট্রফি জয় করলেন মেদভেদেভ। ক্যারিয়ারে সবমিলিয়ে এককের শিরোপা জয় করলেন ২০টি। চলতি বছরে রটারডাম ওপেন, কাতার ওপেন, দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ এবং মিয়ামি ওপেন জয় করার পর ইতালিতেও চ্যাম্পিয়ন হলেন তিনি।