কোপা আমেরিকার ফাইনালে সোমবার সকালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। লিওনেল মেসিদের ম্যাচে ব্রাজিলের রেফারি ঠিক করেছে লাতিন আমেরিকান ফুটবল কর্তৃপক্ষ কম্বেল। ব্রাজিলের এ রেফারির নাম রাফায়েল ক্লাউস। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া ২০২১ সালের কোপা আমেরিকায় উরুগুয়ে-চিলি, উরুগুয়ে-প্যারাগুয়ে এবং কলম্বিয়া-পেরু ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন। এবারের কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচে আর্জেন্টিনার রেফারি ড্যারিও হেরেরা দায়িত্ব পালন করেন। এবার কোপা আমেরিকায় গ্রুপ পর্বে একটি ম্যাচ পরিচালন করেছেন রাফায়েল।