অলিম্পিক গেমসের গত আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২০ সালে। করোনাভাইরাসের কারণে সেই আসর এক বছর পিছিয়ে যায়। অনুষ্ঠিত হয় ২০২১ সালে। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত এই ক্রীড়াযজ্ঞ গতবার আয়োজন করে জাপানের শহর টোকিও। তবে করোনা মহামারির কারণে সেই আসর ছিল দর্শকশূন্য।