স্কটল্যান্ডের বিপক্ষে টি-২০ ম্যাচ জিততে কোনো সমস্যাই হয়নি অস্ট্রেলিয়ার। ৬২ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে সাবেক টি-২০ বিশ্ব চ্যাম্পিয়নরা। স্কটল্যান্ডের ৯ উইকেটে ১৫৪ রানের টার্গেটে তিনটি বিশ্ব রেকর্ড করেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে ছয় ওভারের পাওয়ার প্লেতে বিশ্ব রেকর্ড করেছে। ছয় ওভারে ১১৩ রান করেছে অসিরা। দুর্দান্ত আক্রমণাত্মক ব্যাটিং করেন ট্রাভিস হেড। ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল জিততে অস্ট্রেলিয়াকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হেড। ১৫৫ রানের টার্গেটে খেলতে নেমে অস্ট্রেলিয়া ছয় ওভারের পাওয়ার প্লেতে ১ উইকেটে ১১৩ রান করেছে। আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০২ রান করেছিল প্রোটিয়াসরা। হেড ১৭ বলে হাফ সেঞ্চুরি করেন। আউট হওয়ার আগে খেলেছেন ২৫ বলে ৮০ রানের ইনিংস। পাওয়ার প্লেতে তিনি ২২ বলে ৭৩ রান করে বিশ্ব রেকর্ড গড়েন। হেডের স্ট্রাইক রেট ৩২০। ১২ বলে ৩৯ রানের ইনিংস খেলা অধিনায়ক মিচেল মার্শের স্ট্রাইক রেট ৩২৫। অস্ট্রেলিয়ান ব্যাটাররা ছক্কা মারেন ১০টি।