ইংলিশ ক্লাব লিভারপুলের সঙ্গে এ মৌসুম শেষেই চুক্তি শেষ হওয়ার কথা ছিল। তাই মোহাম্মদ সালাহ কোথায় যাচ্ছেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই ফুটবলপাড়ায় চলছিল জল্পনাকল্পনা। অবশেষে সেই আলোচনার শেষ টানলেন ৩২ বছর বয়সি মিসরীয় তারকা নিজেই। সালাহ ঘোষণা দিলেন, তিনি লিভারপুলেই থাকছেন। প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটির সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি করেছেন সালাহ। ২০২৭ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকতে রাজি হয়েছেন তিনি।
সালাহ রোমা থেকে ২০১৭ সালে লিভারপুলে যোগ দেন।