উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকে কাঁদিয়ে ফাইনাল নিশ্চিত করল ইন্টার মিলান। মঙ্গলবার সেমিফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের মাঠ সান সিরোতে ৪-৩ গোলে জয় পেয়েছে ইতালিয়ান জায়ান্টরা। প্রথম লেগে বার্সেলোনার মাঠে ৩-৩ গোলে ড্র করে দুই দল। দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করল তিনবারের ইউরোপসেরা ইন্টার মিলান।
সান সিরোতে বার্সা সমর্থকরা ম্যাচে জয় নিয়ে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন। নির্ধারিত নব্বই মিনিট পর্যন্ত ৩-২ ব্যবধানে এগিয়ে ছিল বার্সেলোনা। এমনকি যোগ করা সময়ের দুই মিনিট পর্যন্তও এগিয়ে ছিল দলটি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে (৯০+৩) ফ্রান্সেসকো অ্যাসারবি গোল করে ইন্টার মিলানকে সমতায় ফেরান। এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইন্টার। অতিরিক্ত ত্রিশ মিনিটে গড়ায় ম্যাচ। ৯৯ মিনিটে ডেভিড ফ্রাত্তেসির গোলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিলান। এ ব্যবধান আর দূর করতে পারেনি বার্সেলোনা। এর আগে ম্যাচের ২১ মিনিটে লটারো মার্টিনেজ এবং প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) হাকানের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। ৫৪ মিনিটে এরিক গার্সিয়া, ৬০ মিনিটে দানি ওলমো এবং ৮৭ মিনিটে রাফিনহা গোল করে কাতালানদের ৩-২ ব্যবধানে এগিয়ে দেন।
বার্সেলোনা-ইন্টার মিলানের সেমিফাইনাল লড়াই বেশ কয়েকটি রেকর্ড গড়ল। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সেমিফাইনালে সবচেয়ে বেশি গোলের রেকর্ড স্পর্শ করল এ লড়াই। ২০১৭-১৮ মৌসুমে লিভারপুল-রোমা ১৩ গোলের সেমিফাইনাল উপহার দিয়েছিল। সেবার দুই লেগ মিলে ৭-৬ ব্যবধানে জয় পায় লিভারপুল। এবারও দুই দলের গোল সংখ্যা ১৩। বার্সেলোনা ১৯৯২-৯৩ মৌসুম থেকে উয়েফা চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ আটবার সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার রেকর্ড স্পর্শ করল। এ রেকর্ড আছে রিয়াল মাদ্রিদেরও। বার্সেলোনা শেষবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছে ২০১৪-১৫ মৌসুমে। সেবার তারা চ্যাম্পিয়নও হয়। এরপর থেকে আর ফাইনাল খেলতে পারেনি কাতালান ক্লাবটি।
ইন্টার মিলান তিনবার চ্যাম্পিয়ন হয়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ আসরে। ১৯৬৪ ও ১৯৬৫ সালের পর ২০১০ সালে চ্যাম্পিয়ন হয় তারা। এ ছাড়া ১৯৬৭, ১৯৭২ ও ২০২৩ সালে রানার্সআপ হয় ইতালিয়ান জায়ান্টরা। আরও একবার ইউরোপসেরা হওয়ার পথে ইন্টার মিলান। আগামী ৩১ মে ফাইনালে ইন্টারের প্রতিপক্ষ হতে পারে পিএসজি অথবা আর্সেনাল। গত রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হয়েছে পিএসজি-আর্সেনাল। প্রথম লেগে আর্সেনালেল মাঠে ১-০ গোলে জয় পেয়েছে পিএসজি।