এখনো শেষ হয়নি ফুটবলের চলতি মৌসুম। কোন দল রানার্সআপ হবে তাও নিশ্চিত নয়। অথচ এরই মধ্যে নাকি শুরু হয়ে গেছে আসছে মৌসুমে ঘর গোছানোর কাজ। ২৯ মে পেশাদার লিগের পর্দা নামার সঙ্গে সঙ্গে চলতি মৌসুম শেষ হয়ে যাবে। সামনের মৌসুমে চার আসর। হারিয়ে যাওয়া সুপারকাপ মাঠে নামত এবারই। কিন্তু সময় স্বল্পতার কারণে তা হতে পারেনি। নিয়মিত হওয়া স্বাধীনতাকাপও নামানো যায়নি। নতুন মৌসুমে দুটোই হবে। চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ ও পেশাদার লিগ তো থাকছেই। অর্থাৎ পাঁচ আসরের দেখা মিলবে। লিগ কমিটির ভাষ্য অনুযায়ী আন্তর্জাতিক উইন্ডোর সঙ্গে সামঞ্জস্য রেখে এবারও দল বদল হবে। ১ জুন থেকে তা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আড়াই মাস ধরে তা চলতে পারে। জানা গেছে, নতুন মৌসুমের জন্য ভালোমানের খেলোয়াড় টানতে কয়েকটি ক্লাব লিগ চলা অবস্থায় তৎপরতা শুরু করে দিয়েছে। বসুন্ধরা কিংস আগের চেয়ে দলের শক্তি বাড়াচ্ছে তা নিশ্চিত। বিশেষ করে বিদেশিদের দিকে আলাদাভাবে নজর দিচ্ছে তারা। পুরোপুরি নতুন সেট আনার সম্ভাবনা রয়েছে। এমনকি কোচের পরিবর্তন হতে পারে। অন্যদিকে দুই জায়ান্ট মোহামেডান ও ঢাকা আবাহনীর জন্য হতাশা অপেক্ষা করছে। দুই দল থেকে বেশ কয়েকজন খেলোয়াড় বের হয়ে যেত পারে। তাদের ঘরের ওপর নজর রেখেছে ব্রাদার্স ইউনিয়ন। অনেক দিন পর গোপীবাগের দলটি নাকি শক্তিশালী দল গড়ছে। অভিষেক আসরে পিডব্লিউডিও তারকানির্ভর দল গড়তে পারে। দুটো দল তো আছেই। পুলিশও নাকি মোহামেডান ও আবাহনীর ঘর ভাঙার অংশীদার হতে পারে। মোহামেডানের উজবেকিস্তানের মোজাররভের সঙ্গে এক ক্লাবের আগাম চুক্তি হয়ে গেছে, এ গুঞ্জন ফুটবল পাড়ায় ভেসে বেড়াচ্ছে।