জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশাল বিভাগের কোচ হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এর মধ্য দিয়ে এবারই প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো দলের কোচের দায়িত্বে এলেন তিনি। গতকাল মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা বরিশালের কোচ হিসেবে আশরাফুলকে নিয়েছি। নিজ থেকেই আগ্রহ দেখিয়েছে সে। সে বলেছিল, কোচ হতে চায়। যেহেতু বরিশালের হয়ে সে দুই বছর খেলেছে তাই আমরা তাকে দলের দায়িত্ব পালনের সুযোগ দিয়েছি।’ খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় মনোযোগ দেন আশরাফুল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্স ও ঢাকা প্রিমিয়ার লিগে কোচিং করিয়েছেন তিনি। আকরাম জানান, ‘ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের হয়ে কাজ করার অভিজ্ঞতা অর্জনের জন্য সাবেক খেলোয়াড়দের নিয়োগের চেষ্টা করা হচ্ছে।’ আকরাম বলেন, ‘আশরাফুল দীর্ঘদিন বাংলাদেশের হয়ে খেলেছে। সেলিম, রোকন ও আফতাবের মতো খেলোয়াড়রা আছে। আমরা তাদের সঙ্গেও আলোচনা করব। তাদের ইচ্ছা হলে আমরা তাদেরও যুক্ত করব। যাতে আমাদের ক্রিকেটার তাদের মাধ্যমে উপকৃত হয়।’
সবশেষ জাতীয় লিগে বরিশাল বিভাগের কোচের দায়িত্বে ছিলেন আশিকুর রহমান। ক্রিকেটারদের আচরণে বিরক্ত হয়ে দায়িত্ব ছেড়ে দিলে কোচ হন ওয়াহিদুল গণি।