স্প্যানিশ লা লিগায় এক ম্যাচ বিরতির পর জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে ভিয়ারিয়ালকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষে উঠে গেছে জাবি আলোন্সির দল। সেভিয়ার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে বার্সেলোনা। ভিনিসাস জুনিয়রের জোড়া ও কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে জয় নিশ্চিত করে লা ব্লাঙ্কোসরা।
আগের রাউন্ডে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ৫-২ গোলে পরাজিত হয় রিয়াল।
৮ ম্যাচে ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে রিয়াল। ৮ ম্যাচে ১৯ পয়েন্ট পাওয়া বর্তমান শিরোপাধারী কাতালানরা দ্বিতীয় অবস্থানে।