ম্যানচেস্টার সিটির পারফরম্যান্স তেমন আহামরি ছিল না। তার পরও আর্লিং হলান্ডের দারুণ এক গোলে জয়ে ফিরেছে পেপ গার্ডিওয়ালার দল। ইংলিশ প্রিমিয়ার লিগে হারানো শিরোপা উদ্ধারের অভিযানে গতকাল বেন্টফোর্ডের মাঠে ১-০ গোলে জিতেছে সিটি। চ্যাম্পিয়নস লিগে বুধবার মোনাকোর বিপক্ষে হলান্ডের জোড়া গোলে দুবার এগিয়ে গিয়েও, শেষ দিকে গোল হজম করে পয়েন্ট হারায় সিটি। ব্যবধান ন্যূনতম হওয়ায় এখানেও তেমন শঙ্কা ছিল শেষ মুহূর্ত পর্যন্ত, তবে এবার আর ভুল করেনি তারা। সাত মাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে সিটি। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল। সমান ১৪ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে টটেনহ্যাম হটস্পার ও বোর্নমাউথ।