বাংলাদেশ ক্রিকেটে উল্লেখযোগ্য ডোপিং কেলেঙ্কারির ঘটনা নেই। তবে ফিক্সিং, স্পট ফিক্সিংসহ নানা দুর্নীতি দমন করতে চায় ক্রিকেট বোর্ড বিসিবি। সেজন্য বিসিবি সম্প্রতি আইসিসির দুর্নীতি দমন বিভাগের হয়ে কাজ করা অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিয়েছে। সোমবার ঢাকায় এসে গতকাল দায়িত্ব নিয়েছেন তিনি। দায়িত্ব নিয়েই মার্শাল জানান, বাংলাদেশ ক্রিকেট থেকে দুর্নীতি দূর করতে তিনি বদ্ধপরিকর। গতকাল জাতীয় দলের ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তাদের শেয়ার অ্যান্ড কেয়ার সেশন শেষে মার্শাল বলেন, ‘আমি এখানে ক্রিকেট বোর্ডের সঙ্গে মিলে একটি ইনটিগ্রিটি গড়ে তুলতে চাই, যা ক্রিকেটকে সব ধরনের হুমকি থেকে রক্ষা করবে। বিপিএল হতে হবে উঁচু মানের, পেশাদার ও সুরক্ষিত।’ এ ছাড়া ডোপিংয়ের বিষয়েও কার্যকর পদক্ষেপের কথা জানান মার্শাল।