সকালে উইকেট দেখেছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। উইকেটের আচরণ কেমন হবে, সেটা বুঝতে চেয়েছেন। কেননা উইকেটের আচরণের উপর নির্ভর করেই আজ একাদশ সাজাবে বাংলাদেশ। উইকেটে যদি বাড়তি বাউন্স ও মুভমেন্ট থাকে, তাহলে আজকের একাদশে তিন পেসার খেলতে পারেন। অবশ্য স্পোর্টিং উইকেট হলে তিন পেসারের দেখা মিলতেই পারে। টাইগার অধিনায়ক অবশ্য স্পোর্টিং উইকেটই চেয়েছেন। এখন দেখা যাক, উইকেটের আচরণ কেমন হয়?
দিন দুই আগে স্পোর্টিং উইকেট চেয়েছিলেন সাকিব আল হাসান। গতকাল সেটাই চাইলেন টাইগার অধিনায়ক, 'উইকেট যদি স্পোর্টিং হয়, তাহলে পেসার ও স্পিনাররা ভালো করবে। ব্যাটসম্যানরাও ভালো করবেন। স্পোর্টিং উইকেট হলেই ভালো।' অবশ্য শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলি ম্যাথিউস মিরপুরের উইকেট ফ্ল্যাট বলেই জানান, 'মিরপুরের উইকেট সব সময়ই ফ্ল্যাট। উইকেটের আচরণ সব সময় ধীরলয়ের। এখানে স্পিনাররা ও ব্যাটসম্যানরা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। এবারও তার বিপরীত হবে না বলেই মনে করছি।'
শীতকাল বলে সকালে ময়েশ্চার থাকবে, সেটাই স্বাভাবিক। পেসাররা শুরুতে বাড়তি সুবিধা পাবেন। সেটা মাথায় আছে দুই অধিনায়কেরই। তারপরও মিরপুরের আগের ১০ টেস্টেও পরিসংখ্যান বলে এখানে স্পিনার এবং পেসাররা সুবিধা পেয়ে থাকেন। এই সুবিধার কথা মাথায় রেখেই বাংলাদেশ একাদশে তিন স্পিনারের খেলার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে তিন স্পিনার সাকিব আল হাসান, সোহাগ গাজী ও আব্দুর রাজ্জাক রাজ খেলছেন। দুই পেসার রবিউল ইসলাম শিবলু ও রুবেল হোসেন খেলছেন। এছাড়া তামিম ইকবালের সঙ্গী হিসেবে আজ উদ্বোধনী জুটিতে দেখা যাবে শামসুর রহমান শুভকে।