এবার তিন রাউন্ডে পেশাদার ফুটবল লিগ অনুষ্ঠিত হবে। কে জিতবে শিরোপা এ ভবিষ্যদ্বাণীর সময় এখনো আসেনি। অনেক উঠানামা হবে। কিন্তু মোহামেডান ও শেখ রাসেল যেভাবে পয়েন্ট হারাচ্ছে তাতে তাদের সম্ভাবনা এখনই অনেকটা ক্ষীণ হয়ে গেছে। ঘুরে দাঁড়াতে দু'দল কাল মুখোমুখি হয়েছিল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে কেউ হারেনি। প্রথমার্ধে শেখ রাসেল ও দ্বিতীয়ার্ধে মোহামেডান গোল দিয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে। অথচ দু'দলেরই টার্গেট ছিল জয় পেয়ে ভাঙা মনোবলকে চাঙা করা। গত লিগে শেখ রাসেল নতুন চ্যাম্পিয়ন হলেও দু'রাউন্ডেই তারা মোহামেডানের কাছে হার মানে। তাছাড়া সুপার কাপে হেরেও এক মৌসুমে চার ট্রফি জেতার রেকর্ডটি গড়া হয়নি তাদের। তাই মোহামেডানের উপর আলাদা একটা জেদ থাকার কথা। প্রতিশোধের ম্যাচে রাসেলের শুরুটাও হয়েছিল ভালো। একের পর এক আক্রমণ করে তারা প্রতিপক্ষের রক্ষণভাগ নাড়িয়ে দেয়। ২৯ মিনিটে পেয়ে যায় গোলের দেখা। রিকার্ডো গোল করে রাসেলকে এগিয়ে রাখেন। এরপর দু'দলই আক্রমণই চালিয়েছে কিন্তু প্রথমার্ধে জালে আর বল জড়ানো যায়নি। ৫২ মিনিটে এমিলি গোল করে ম্যাচে সমতা ফেরান।