এফএ কাপের চতুর্থ রাউন্ডে স্টোক সিটিকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। ফলে হোসে মরিনহোর দলটি পঞ্চম রাউন্ডে উঠে গেছে।
ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ২৮ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে চেলসির জয়সূচক গোলদাতা ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার। দেয়ালের ওপর দিয়ে আসা শট ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেননি স্টোক সিটির গোলরক্ষক আসমির বেগোভিচ।
উল্লেখ্য, পঞ্চম রাউন্ডে কঠিন পরীক্ষার সামনে পড়তে হচ্ছে চেলসিকে। তাদের খেলতে হবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। খেলা হবে ম্যান সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে।